মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ, রবিবার ভারতের
মরণবাঁচন ম্যাচ। সেমিফাইনালে উঠতে হলে শারজায় আজ টি-২০-তে গত তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মহিলা দলকে হারাতেই হবে হরমনপ্রীত কৌরের দলকে। খাতায় কলমে ভারতের থেকে অনেকটা শক্তিশালী অস্ট্রেলিয়া। মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে অনেকটা তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়া বা বাস্কেটবলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করা চলে। মহিলাদের টি-২০ বিশ্বকাপে ৮ বারের মধ্যে ৬বারই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অজিরা।
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচে অনায়াসেই জিতে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে অ্যালিসা হিলি-র দল। অন্যদিকে, নিউ জিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছেন হরমনপ্রীত কৌররা। কিন্তু কিউইদের কাছে বড় ব্যবধানে হারে হরমনপ্রীত-স্মৃতি মন্ধনা-রিচা ঘোষদের সামনে এখন অতি শক্তিশালী অজি দলকে হারানোর 'মিশন ইমপসিবল'। মহিলাদের আইপিএল শুরু হওয়ার ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের রোজগার এখন আকাশছোঁয়া, আগের চেয়ে দেশের মহিলা ক্রিকেট অনেক বেশী পেশাদার। এবার হরমনপ্রীতদের সুযোগ নিজেদের যোগ্যতা প্রমাণ করার।
কবে, কোথায় আয়োজিত হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ?
আজ, রবিবার শারজায় আয়োজিত হবে এই ম্যাচ। গ্রুপ লিগে এটাই ভারত ও অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ।
কখন থেকে শুরু হবে খেলা?
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলাটি?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরসারি সম্প্রচার করা হবে খেলাটি।
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলাটি
মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে ডিজনি+হটস্টার অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।
পরিসংখ্যান
মহিলাদের টি২০-তে
মোট মুখোমুখি: ৩৪ বার
অস্ট্রেলিয়া জয়ী: ২৫
ভারত জয়ী: ৭
নিষ্পতি হয়নি: ১
মহিলাদের টি-২০ বিশ্বকাপে
মোট মুখোমুখি: ৬ বার
অস্ট্রেলিয়া জয়ী: ৪
ভারত জয়ী: ২