Smriti Mandhana. (Photo Credits: X)

Smriti Mandhana: অধিনায়িকা স্মৃতি মন্ধনার নজির গড়া ১১২ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ইংল্যান্ড সফরটা দুরন্ত জয় দিয়ে শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শনিবার নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৯৭ রানে জয় পেল স্মৃতি মন্ধনার দল। হরমনপ্রীত কৌর বিশ্রাম নেওয়ায় আজ নটিংহ্যাম টি-২০ ম্যাচে দলকে নেতৃত্ব দেন স্মৃতি। আর সিরিজের প্রথম ম্যাচে ৬২ বলে ১১২ রানের অসাধারণ ইনিংস খেললেন ভারতের ২৮ বছরের বাঁ হাতি তারকা ওপেনার। ভারতের ২১০ রানের জবাবে তারকা খচিত ইংল্যান্ড মাত্র ১১৩ রানে অল আউট হয়ে গেল। ২ বছর পর দেশের মাটিতে টি-২০ ক্রিকেটে হারল ইংল্যান্ড। অভিষেক টি-২০ ম্যাচে নেমে ১২ রানে ৪ উইকেট তুলে নিয়ে চমকে দিলেন অন্ধ্রের স্পিনার শ্রী চারনি। ইংল্য়ান্ডের ইনিংস মাত্র ৮৯ বলে গুটিয়ে যায়। ব্রিটিশ অধিনায়িকা ন্যাট স্কিভার-ব্রান্ট (৪২ বলে ৬৬) দুরন্ত ইনিংস খেললেও দলের বাকিরা ব্যর্থ। ইংল্য়ান্ডের মাত্র ৩জন দু অঙ্কের রান পেয়েছেন। তিন ম্য়াচের টি-২০ সিরিজে ভারতীয় মহিলা দল ১-০ এগিয়ে গেল।

স্মৃতি-গাঁথা

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্য়াটে (টেস্ট, ওয়ানডে, টি-২০) ও দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টি-২০-তে সেঞ্চুরি করলেন স্মৃতি। এদিন ১৫টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মেরে এক জমকালো ইনিংস খেললেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ১৪তম সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ১২টি, টেস্টে ২টি-র পর এবার টি-২০ আন্তর্জাতিকেও সেঞ্চুরি হাঁকানো হয়ে গেল তাঁর। হরমনপ্রীত কৌর (২০১৮ সালে গায়ানায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে, ৫১ বলে ১০৩) দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন, এবার ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে সেঞ্চুরি করলেন ২৮ বছরের মুম্বইয়ের তারকা ওপেনার। টি-২০ আন্তর্জাতিক এর আগে ৩০টি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি ছিল না স্মৃতির। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতির সর্বোচ্চ স্কোর ছিল ৮৭। তবে এখন তিনিই ভারতীয় মহিলা ক্রিকেটে তিন ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ রানের মালিকীন।

স্মৃতির নজির গড়া সেঞ্চুরিতে জয় ভারতের

৯৭ রানে জয় ভারতীয় মহিলা দলের

এদিন স্মৃতিকে যোগ্য সঙ্গ দেন হারলিন দেওল (২৩ বলে ৪৩)। শেষের দিকে ভারতীয় দল দ্রুত উইকেট হারায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় মহিলা দলের এটি তৃতীয়বার ২০০ বা তার বেশি রানের ইনিংস। একটুর জন্য রক্ষা পেল গত বছর নবি মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ভারতীয় মহিলা দল করেছিল ২১৭ রান।