হকিতে ঐতিহাসিক সাফল্য ভারতের মেয়েদের। এই প্রথম মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। জাপানের কাকামিগাহারায় আয়োজিত রবিবারের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে এশিয়া সেরা হল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। ১৯৯৬ সাল থেকে মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ আয়োজিত হচ্ছে। ভারত এর আগে একবার ফাইনালে খেললেও, ২০১২ মহিলাদের জুনিয়র এশিয়া কাপের ফাইনালে চিনের কাছে হেরেছিল। এবার আট দলীয় জুনিয়র এশিয়া কাপে একেবারে নিখুঁত হকি খেলে খেতাব জিতল ভারতীয় মহিলা হকি দল।
ফাইনালে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি থেকে ভারতকে এগিয়ে দিয়েছিলেন অন্নু। কিছুক্ষণ পরেই কোরিয়ার হয়ে সমতায় ফেরা গোল করেন পার্ক সিয়োইয়ন। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন নীলম।
দেখুন হকিতে চক দে
The winning moments ✨️
Here a glimpse of the winning moments after the victory in the Final of Women's Junior Asia Cup 2023.#HockeyIndia#IndiaKaGame#AsiaCup2023pic.twitter.com/ZJSwVI80iH
— Hockey India (@TheHockeyIndia) June 11, 2023
দেখুন টুইট
#Hockey #WomensJuniorAsiaCup 🏑
2023 Women’s Junior Asia Cup champions, India 🏆
A gritty performance against Korea. Janneke Schoipman is a happy coach, the Indian team in a pile of happiness. 👏🏽 Annu, Neelam with the goals. Madhuri great in goal.https://t.co/8klQq7rAyd pic.twitter.com/qen5SdZdr9
— Vinayakk (@vinayakkm) June 11, 2023
জাপানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়েছিল ভারতীয় দল। আট দলীয় টুর্নামেন্টের লিগপর্বে ৪টি খেলায় ৩টি জয়, একটিতে ড্র করেছিল ভারত। তার মধ্যে উজবেকিস্তানকে ২২-০ ও চাইনিজ তাইপেকে ১১-০ গোলে হারিয়েছিল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। আরও পড়ুন-ফিরছেন লোকেশ রাহুল
চলতি বছর ২৯ নভেম্বর থেকে চিলির স্যান্টিয়াগোতে হবে মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপ। ১৬ দলের এই বিশ্বকাপে ভারতীয় মহিলা জুনিয়র হকি দল ডার্ক হর্স হিসেবে নামতে চলেছে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ওমানে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। জুনিয়রদের হকিতে এখন ছেলে, মেয়ে দুটোতেই এশিয়ার সেরা ভারত।