আর চোকার্স নয়। অবশেষে ট্রফি জিতল ভারত। কলম্বোয় ফাইনালে শ্রীলঙ্কাকে একেবারে ১০ উইকেটে ধরাশায়ী করে এবার নিয়ে মোট আটবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। ২০১৮-র পর ২০২৩ সালে এশিয়া কাপে ট্রফি জিতল রোহিত শর্মার দল। বিশ্বকাপের আগে অপ্রতিরোধ্য ফর্মে টিম ইন্ডিয়া। মাত্র ৯২ বলে ৫০ রানে শ্রীলঙ্কাকে অল আউট করার পর, সেই রান মাত্র ৩৭ বলে বিনা উইকেটে তুলে এশিয়া সেরা হল টিম ইন্ডিয়া। ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে ফাইনালের মহানায়ক ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ। মাত্র ১৬টা বলে করে লঙ্কার ইনিংসের পাঁচটা উইকেট নেওয়ার নজির এদিন গড়েন সিরাজ। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে চার উইকেটও নেন হায়দরাবাদি পেসার।
নিজে ওপেন করতে না এসে ইশান কিষাণকে শুভমন গিলের সঙ্গে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ইশান, আর ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন গিল। গিল ৬টি ও ইশান ৩টি বাউন্ডারি মারেন। শ্রীলঙ্কার ইনিংসে হয় মাত্র ৪টি বাউন্ডারি। মাত্র ১২৯ বলে শেষ হয় একপেশে ফাইনাল। আরও পড়ুন-শ্রীলঙ্কা অল আউট ৫০ রানে, দেখুন সিরাজের অবিশ্বাস্য স্পেল
দেখুন ভিডিয়ো
#AsiaCup2023 #INDvSL #Siraj #AsianCup2023
This is appreciation post for Mohammad Siraj no Fans Will pass without liking this Post ❤️pic.twitter.com/rlOBzLDCFd
— 👌👑⭐ (@superking1816) September 17, 2023
এবারের এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে রেকর্ড ২২৮ রানে হারিয়েছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ২ উইকেটে ৩৫৬ রান করার পর, বাবর আজমের দলকে মাত্র ১২৮ রানে অল আউট করেন ভারতীয় বোলাররা। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং-সবেতেই বিশ্বকাপের আগে অপ্রতিরোধ্য ফর্মে টিম ইন্ডিয়া।