Mohammed Siraj. (Photo Credits: Twitter)

কলম্বোয় এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) আগুনে স্পেলে ঝলসে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৯২ বলে। অষ্টমবার এশিয়া কাপ জিততে রোহিত শর্মার দলকে এখন করতে হবে মাত্র ৫১ রান।  মাত্র ১৬ বলে শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে নেওয়ার পর শেষ অবধি সিরাজ ৭ ওভার বল করে ২১ রান দিয়ে ৬ উইকেট নিলেন। ১৫.২ ওভার মানে ফাইনালে মাত্র ৯২টা বল খেলে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানে অল আউট হয়ে গেল। ওয়ানডে-তে এটা সর্বকালের দশম সর্বনিম্ন রান। ৫০ ওভারের ফর্ম্যাটে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস। এদিন ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসে দু অঙ্কের রান করেন মাত্র দু জন- কুশল মেন্ডিল (১৭) ও দাশুন হেম্নত (১৩)। মোট পাঁচ জন শ্রীলঙ্কান ব্যাটার শূন্য রানে আউট হন।

সিরাজ একটা ওভারে চারটে উইকেট নেওয়ার নজির গড়েন। একটি ওভার মেডেন-উইকেটও নেন। সিরাজের বলে আউট হন পাথুম নিশাঙ্কা (২), সাদিরা সমরাবিক্রমা (০), কুশল মেন্ডিস (৪), চারিথ আসালাঙ্কা (০), ধনঞ্জয়া ডিসিলভা (৪) ও দাসন শনকা (০)। শ্রীলঙ্কার ইনিংসের শেষ তিনটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম উইকেটটা নেন বুমরা। আরও পড়ুন-বিশ্বকাপের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর ভারতে পাকিস্তান ক্রিকেট দল

দেখুন মহম্মদ সিরাজের এক ওভারে চারটি উইকেট নেওয়ার ঐতিহাসিক স্পেল

দেখুন ছবিতে

সিরাজের আগুনে স্পেলের পাশাপাশি হার্দিক পান্ডিয়া মাত্র ১৪টা ডেলিভারি করে ৩ রান দিয়ে নিলেন ৩ উইকেট।সিরাজের সৌজন্যে এবারের এশিয়া কাপের ফাইনালটা একেবারে একপেশে হয়ে গেল। এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে বিপক্ষ দলকে ৫০ রানের মধ্যেই অল আউট করল টিম ইন্ডিয়া।