চলতি বছর টিম ইন্ডিয়ার কাছে একেবারে ঠাসা ক্রীড়াসূচি। টি টোয়েন্টি বিশ্বকাপের বছরে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। এর মধ্যে আবার যোগ হল নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় গিয়ে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বিসিবিআই ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যৌথ বিবৃতি দিয়ে নেলসন ম্যান্ডেলার দেশে সংক্ষিপ্ত এক টি টোয়েন্টি সিরিজের কথা ঘোষণা করল।
ডারবানের কিংসমেড স্টেডিয়ামে ৮ নভেম্বর হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি তিনটি ম্যাচ- ১০ (গেবেরহা), ১৩ (সেঞ্চুরিয়ান) ও ১৫ নভেম্বর (জোহানেসবার্গ) ।
দেখুন খবরটি
India will tour South Africa for four T20Is between November 8 and 15 https://t.co/Cu1jGX9BsF pic.twitter.com/TQveOjcMw8
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 21, 2024
জোর জল্পনা, এবার টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া কাপ জিততে না পারলে রোহিত শর্মা, বিরাট কোহলি-দের আর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলতে দেখা যাবে না। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার আগামী দিনের স্কোয়ার কেমন হবে তা অনেকে কিছুই নির্ভর করছে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা-রা কাপ জিততে পারেন কি না তার ওপর। খুব সম্ভবত টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা-র পর আন্তর্জাতিক টি টোয়েন্টি-তে ভারতীয় দলের নেতৃত্বে পাকাপাকিভাবে আসতে চলেছেন হার্দিক পান্ডিয়া।