Memorable Win at Oval. (Photo Credits:X@BCCI)

India vs West Indies Test Series 2025: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। টি-২০ ক্রিকেটের ফর্ম্যাটে ভারত এখন বিশ্ব চ্যাম্পিয়ন ও এশিয় চ্যাম্পিয়ন। এশিয়া কাপের পর এবার পালা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের। ইংল্য়ান্ড সফরে অবিশ্বাস্য কায়দায় ২-২ ড্র করে ফেরার শুভমন গিলরা এবার দেশের মাটিতে নামছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে গিল ব্রিগেডের লক্ষ্য মূলত দুটি ২-০ সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকা নিজেদের স্থান মজবুত করা আর নভেম্বরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রস্তুতিটা সেরে নেওয়া।

ওয়েস্ট ইন্ডিজের কাছে তেমন বড় প্রত্যাশা নেই। গিলদের লক্ষ্য হবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে আনা, আর দলের কম্বিনেশনটা সাজিয়ে নেওয়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে বড় পরীক্ষা সাই সুদর্শন, দেবদূত পাদিক্কাল, ধ্রুব জুরেলদের। ইংল্যান্ড সফরে চোট পাওয়া ঋষভ পন্থ এখনও ফিট না হওয়ায় উইকেটকিপার-ব্যাটার হিসাবে খেলবেন ধ্রুব জুরেল। অন্যদিকে, ইংল্যান্ড সফরে তেমন সফল না হওয়ায় করুণ নায়ারকে বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া দেবদূত পাদ্দিকালকে সুযোগ দেওয়া হয়েছে। পেস আক্রমণে থাকছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। আর স্পিনার হিসাবে রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিটং সুন্দর আর অক্ষর প্যাটেল। পেসার অলরাউন্ডার হিসাবে রয়েছেন নীতীশ কুমার রেড্ডি।

এক নজরে দেখে নেওয়া যাক ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা--

ক্রীড়াসূচি-

প্রথম টেস্ট- ২ অক্টোবর থেকে শুরু, আমেদাবাদ।

দ্বিতীয় টেস্ট- ১০ অক্টোবর থেকে শুরু, দিল্লি।

(দুটি টেস্টই সকাল সাড়ে ৯টা থেকে শুরু।)

দুই দলের স্কোয়াড

ভারতের স্কোয়াড:

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটকিপার), দেবদূত পাদ্দিকাল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, নারায়ন জগদীশন (উইকেটকিপার)।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড-

ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, জন ক্যাম্পবেল, কেভলন অ্যান্ডারসন, ত্যাগনারাইন চন্দ্রপল, জোনান লাইন, জাস্টিন গ্রেভিস, খারি পেইরি, রোস্টন চেজ (অধিনায়ক), সাই হোপ (উইকেটকিপার), তেভিন ইমলাচ (উইকেটকিপার), আলজারি জোসেফ, অ্যান্ডারসন ফিলিপ, জাইডেন সিলেস, জোমেল ওয়ারিকান।

আমেদাবাদে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি/দেবদূত পাদ্দিকাল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। (দ্বাদশ ব্যক্তি- অক্ষর প্যাটেল)।

টিভিতে কোথায় দেখা যাবে এই সিরিজ

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল, যেমন স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩-এ ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার ধারভাষ্যে দেখা যাবে খেলা।

অনলাইনে কোথায় দেখা যাবে এই সিরিজ

জিও হটস্টার অ্যাপের মাধ্যমে বিনামূল্য়ে সরাসরি দেখা যাবে খেলা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০-২৫-২৭ পয়েন্ট তালিকায় কে কোথায়

ভারত তিন নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ ৬ নম্বরে