পোর্ট অফ স্পেন, ২২ জুলাই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা একেবারে সুনামি আসার কায়দায় করেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু সেই সুনামির লাভ শেষ অবধি তেমন দেখা গেল না। ৩৩.৩ ওভারে ১ উইকেটে ২১৩ থেকে ভারত পুরো ৫০ ওভার ব্যাট করে করল ৩০৮ রান। শেষ ৮৪ বলে টিম ইন্ডিয়া করল মাত্র ৬১ রান। অথচ শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান-শুবমন গিল। ওপেনিং জুটিতে ধাওয়ান-গিল করেন ১১৯ রান।
৫৩ বলে ৬৪ রানের দারুণ ইনিংস রান আউট হয়ে গিলের আউটের পর ধাওয়ান-শ্রেয়স আইয়ার ৯৪ রানের পার্টনারশিপ করেন। সেই সময় মনে হচ্ছিল ভারত অনায়াসে সাড়ে ৩৫০ রান টপকে যাবে। কিন্তু সেঞ্চুরির মুখে গিয়ে আরও একবার স্নায়ুর লড়াইয়ে হেরে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান আগে আউট হয়ে যান অধিনায়ক ধাওয়ান। আরও পড়ুন-হাঁটুতে চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ২টি ওয়ানডে থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা
দেখুন টুইট
Innings Break!
Half-centuries from Shikhar Dhawan (97), Shubman Gill (64) & Shreyas Iyer (54) propel #TeamIndia to a total of 308/7 on the board.
Scorecard - https://t.co/tE4PtTfY9d #WIvIND pic.twitter.com/GdJBmSKgih
— BCCI (@BCCI) July 22, 2022
ধাওয়ানের আউটের পর ধস নামে ভারতীয় ইনিংসে পরপর আউট হয়ে যান শ্রেয়স আইয়ার (৫৭ বলে ৫৪), সূর্যকুমার যাদব (১৩), সঞ্জু স্যামসন (১২)। মিডল অর্ডারের ধসে ১ উইকেটে ২১৩ থেকে ৫ উইকেটে ২৫২ রান হয়ে যায় টিম ইন্ডিয়ার। শেষের দিকে দীপক হুডা (২৭), অক্ষর প্যাটেল (২১), শার্দুল ঠাকুর (৭ অপরাজিত)-এর সৌজন্যে তিনশো রান টপকে যায় ভারত। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের তারকা সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।
রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থদের মত তারকা ক্রিকেটারদের ছাড়াই ধাওয়ানের নেতৃত্বে খেলছে ভারত। এদিনের ম্যাচ শুরুর আগে চোট পাওয়া রবীন্দ্র জাদেজাও ছিটকে গিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৩০৮/৭
ধাওয়ান: ৯৭, গিল: ৬৪, শ্রেয়স আইয়ার: ৫৪, দীপক হুডা: ২৭। আলজারি জোসেফ ২/৬১, গুদাক্ষে মোতি ২/৫৪)