টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর, এবার নতুন টিম ইন্ডিয়ার পথ চলা শুরু। মঙ্গলবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়র তারকাদের ছাড়াই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া। ২০২৪ টি-২০ বিশ্বকাপের দিকে মাথায় রেখে আর কোহলি, রোহতিদের মত সিনিয়রদের নিয়ে নয়, তরুণদের দিকে লক্ষ্য রেখে নামছে টিম ইন্ডিয়া। সামনে এশিয় চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টি-২০তে হার্দিক যুগের শুভ সূচনার দিকেই তাকিয়ে সবাই।
সিরিজটা জয় দিয়ে শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে পাঁচ স্পেশালিস্ট ব্যাটার, দুই অলরাউন্ডার তিন পেসার, এক স্পেশালিস্ট স্পিনারে দল সাজতে চলেছে ভারত। ইশান কিষাণের সঙ্গে ঋতুরাজ গায়কোয়েড় ওপেন করতে পারেন। শুভমন গিল নামতে পারেন তিনে। চারে সূর্যকুমার যাদব। তারপর সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া। আরও পড়ুন-চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন বুমরা
সিরিজটা জয় দিয়ে শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে পাঁচ স্পেশালিস্ট ব্যাটার, দুই অলরাউন্ডার, তিন পেসার, এক স্পেশালিস্ট স্পিনারে দল সাজতে চলেছে ভারত। ইশান কিষাণের সঙ্গে ঋতুরাজ গায়কোয়েড় ওপেন করতে পারেন। শুভমন গিল নামতে পারেন তিনে। চারে সূর্যকুমার যাদব। তারপর সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া। স্পিনার অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্য়াটেলের মধ্যে একজনকে খেলানো হবে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন চাহাল। তিন পেসার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গে থাকছেন হর্ষল প্যাটেল ও উমরন মালিক।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ
মঙ্গলবার, ৩ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলা।
ভারতীয় সময় কটা থেকে শুরু হবে খেলা
সন্ধ্যা ৭টা থেকে এই টি-২০ সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে
টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে সরাসরি সম্প্রচার করা হবে খেলা। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩-এর এসডি ও এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১এ সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচ।
ডিডি স্পোর্টসে সরসারি দেখানো হবে কি খেলা
হ্যাঁ, সরাসরি দেখানো হবে ডিডি স্পোর্টস চ্যানেলে। তবে কেবলমাত্র ফ্রি ডিশ কিংবা অন্যান্য ডিটিটি প্ল্য়াটফর্ম ব্যবহার করলে তবেই ডিডি স্পোর্টসের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টার-এর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
ভারতের সম্ভাব্য একাদশ- ইশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়েড়, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ওয়েশিংটন সুন্দর/অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরন মালিক