জসপ্রীত বুমরাহকে দলে রেখে শ্রীলঙ্কার একদিনের সিরিজের ভারতের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখে নেব এক ঝলকে-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ- অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং।
All-India Senior Selection Committee has included pacer #JaspritBumrah in India’s ODI squad for the upcoming Mastercard 3-match series against Sri Lanka.
Photo: @BCCI pic.twitter.com/kxl5UAEEYj
— IANS (@ians_india) January 3, 2023