![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/09/Jasprit-Bumrah-380x214.jpg)
ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। চোট সারিয়ে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। ৩ মাস পর তিনি জাতীয় দলে ফিরছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া মাস্টারকার্ড একদিনের সিরিজে (Mastercard 3-match series)তাঁকে দলে রেখেছেন নির্বাচকরা।
পিঠের চোটের কারণে সেপ্টেম্বর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন বুমরাহ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বাদ পড়েছিলেন। এরপর ফিটনেস আর ট্রেনিং এর মধ্যে দিয়ে কেটেছে তাঁর দিন। কয়েকদিন আগে জাতীয় ক্রিকেট একাডেমি (NCA) তাকে ফিট ঘোষণা করেছে। শীঘ্রই টিম ইন্ডিয়ার ওয়ানডে দলে যোগ দেবেন তিনি।
জসপ্রীত বুমরাহকে দলে রেখে শ্রীলঙ্কার একদিনের সিরিজের ভারতের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখে নেব এক ঝলকে-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ- অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, উমরান মালিক, আরশদীপ সিং।
All-India Senior Selection Committee has included pacer #JaspritBumrah in India’s ODI squad for the upcoming Mastercard 3-match series against Sri Lanka.
Photo: @BCCI pic.twitter.com/kxl5UAEEYj
— IANS (@ians_india) January 3, 2023