India vs Spain, Hockey Live Streaming: পুরুষের জুনিয়র হকি বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি স্পেন, সরাসরি দেখবেন যেখানে
Indian Junior Hockey Team (Photo Credit: Hockey India/ X)

এবার জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ১৩তম আসরে চারটি গ্রুপে সমানভাবে বিভক্ত ১৬টি দল নিজেদের গ্রুপে শীর্ষ দুই স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কোয়ার্টার ফাইনালে স্থান নিশ্চিত করবে। প্রতিটি গ্রুপ থেকে নিচের দুটি দল শ্রেণিবিন্যাস রাউন্ডে প্রবেশ করবে। চলতি বছরের শুরুতে ওমানে জুনিয়র হকি এশিয়া কাপ ২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০১ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২১ সালের সর্বশেষ আসরে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে চতুর্থ স্থান নিশ্চিত করে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুল সি-তে কোরিয়া, স্পেন ও কানাডার বিরুদ্ধে এফআইএইচ হকি পুরুষদের জুনিয়র বিশ্বকাপ ২০২৩-এ দু'বারের চ্যাম্পিয়ন ভারতের ম্যাচ রয়েছে। এফআইএচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৩-এ শুরুটা ভালই হয়েছে ভারতের। মঙ্গলবার কোরিয়ার বিরুদ্ধে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আজ ষষ্ঠ স্থানের স্পেনের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ভারতকে। BBL Live Streaming: ব্রিসবেন হিট বনাম মেলবোর্ন স্টার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম স্পেন জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচ?

৭ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম স্পেন।

কখন থেকে শুরু হবে ভারত বনাম স্পেন জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচ?

ভারত বনাম স্পেন জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় ভারত বনাম স্পেন জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচ দেখবেন

সরাসরি টিভিতে ভারত বনাম স্পেন জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম স্পেন জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচ

সরাসরি অনলাইনে ভারত বনাম স্পেন জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।