Indian team players in a huddle (Photo credit: Twitter)

টি-২০ বিশ্বকাপের সুপার ১২-র ম্যাচে আজ, রবিবার মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। পারথে হতে চলা এই ম্যাচ দুটো দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। দুটো খেলে দুটোতেই জিতে ভারত এখন সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে।

প্রোটিয়াদের কাছে এই ম্যাচ মরণবাঁচনের। ভারতকে হারাতে না পারলে শেষ চারে ওঠার কাজটা কঠিন হয়ে যাবে বাভুমাদের।

এক নজরে দেখে নেওয়া যাক ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ কখন, কোথায় সরাসরি দেখা যাবে-

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র প্রথম ম্যাচে আজ, রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজিত হবে পারথের ওপটাস স্টেডিয়ামে।

কখন থেকে শুরু হবে ম্যাচ

ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে খেলা

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে

চলতি টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। এই ম্যাচ সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ১ ও ৩, স্টার স্পোর্টস ১ ও ৩ এইচডি, স্টার সিলেক্ট এইচডি ১ চ্যানেলে

দূরদর্শনে কি সরাসরি দেখানো হবে

টি২০ বিশ্বকাপে ভারতের সব ম্যাচ সরাসরি দূরদর্শনে দেখানো হবে। সেমিফাইনাল, ফাইনালও সরাসরি দূরদর্শনে সম্প্রচার করা হবে। তবে ফ্রি ডিশের মাধ্যমেই একমাত্র দেখা যাবে।

রেডিয়োতে সরাসরি ধারাবিবরণী করা হবে কি?

হ্যাঁ, প্রসার ভারতীর বিভিন্ন রেডিও চ্যানেলে সরাসরি ধারাবিবরণী করা হবে ম্যাচ

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টারে বিকেল সাড়ে চারটে থেকে দেখানো হবে ম্যাচ