ICC World Cup 2019: বিশ্বজয়ের শপথ নিয়ে কাল অভিযান শুরু বিরাট কোহলিদের, সামনে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্য়াচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। (File Image)

সাউদাম্পটন, ৪ জুন: কাল, বুধবার থেকে বিশ্বকাপ (ICC World Cup 2019) অভিযান শুরু হচ্ছে ভারতের। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। বিরাট কোহলি (Virat Kohli)-র দলের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে দুটো ম্যাচ খেলে ফেলেছে। আর সেই দুটোতেই হেরে ফাফ দুপ্লেসিসের দল একেবারে কোণঠাসা। চলতি বিশ্বকাপে ভারত ফেভারিট হিসেবেই নামছে। কারণ ভারতীয় দল ভারসাম্য থেকে শুরু করে ম্যাচ উইনারের সংখ্যার বিচারে বাকিদের থেকে এগিয়ে। সাম্প্রতিক পরিসংখ্যানটাও টিম ইন্ডিয়ার পক্ষে যাচ্ছে।

গতবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে এমএস ধোনির নেতৃত্বে ভারত সেমিফাইনাল অবধি উঠেছিল। এবার অধিনায়ক হিসেবে বিরাট কোহলির প্রথম বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছুই ভাবছে না টিম ইন্ডিয়া। তবে 'ম্যাচ বাই ম্যাচ' এগোতে চান কোহলি। আরও পড়ুন- আইসিসি বিশ্বকাপ ২০১৯: টিম ইন্ডিয়ার স্কোয়াড-ক্রীড়াসূচি- সম্ভাবনা

বুধবার, সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কাছে প্রধান চ্য়ালেঞ্জ সঠিক দল নামানো। গত ইংল্যান্ড সফরে প্রথম একাদশ বাছতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন কোহলি। কাল প্রথম একাদশ বাছার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আবহাওয়া। যা চলতি বিশ্বকাপে পিচের থেকেও বড় ফ্যাক্টার হয়ে যাচ্ছে। মেঘলা আবহওয়া হলেই ব্যাটসম্যানরা সমস্যায় পড়ছেন। আর হচ্ছে 'লো স্কোরিং গেম'। আবার রোদ উঠলেই হচ্ছে হাই স্কোরিং গেম। প্রথম একাদশে তাই একজন স্পিনার অলরাউন্ডার হিসেবে কেদার যাদব, নাকি পেসার অলরাউন্ডার হিসেবে বিজয় শঙ্কর তা নিয়ে অনিশ্চয়তা আছে। আবার এমনও হতে পারে দুজনের কাউকে না রেখে জাদেজাকে খেলানো হতে পারে।

প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ হতে পারে এমন- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, এমএসধোনি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব/রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার।

(রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন- কেদার যাদব, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব/রবীন্দ্র জাদেজা)