বিশাখাপত্তনাম, ১৪ জুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৫৮ রানে জিতল টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনামে জিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে টিকে থাকল ভারত। দিল্লি, কটকে হারের পর অবশেষে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলেন অধিনায়ক ঋষভ পন্থ। হর্ষল প্যাটেলের ২৫ রানে ৪ উইকেট ও যুজবেন্দ্র চাহালের ২০ রানে ৩ উইকেট নেওয়া স্পেলের সুবাদে সিরিজের ফল ১-২ করল ভারত। চলতি বছর দক্ষিণ আফ্রিকার কাছে টানা সাতটা ম্যাচে হারের পর, অবশেষে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পেল টিম ইন্ডিয়া।
প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১৭৯ রান। ভারতের দুই তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়েড় ও ইশান কিশান দুজনেই দুরন্ত হাফ সেঞ্চুরি করেন। ওপেনিং পার্টনারশিপে ঋতুরাজ-ইশান ৫৯ বলে ৯৭ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা কখনই জেতার মত খেলেনি। প্রথম দুটি ম্যাচে দুরন্ত কায়দায় রান তাড়া করে জেতা দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আজ বন্দর শহরে একেবারেই ছন্দে ছিলেন না। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান হেনরিক ক্লাসেন (২৯)-র। সর্বোচ্চ রান যে দলের ২৯, তাদের পক্ষে এত বড় টার্গেট তাড়া করা সম্ভব ছিল না। আরও পড়ুন: ট্রেন্টব্রিজ টেস্টে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের, ৫০ ওভারে ২৯৯ রান তাড়া করে জিতলেন স্টোকসরা
দেখুন টুইট
India stay alive!
Rishabh Pant's men live to fight another day after a comprehensive win over South Africa in the third T20I ✨#INDvSA | 📝 Scorecard: https://t.co/D27enNLaIv pic.twitter.com/73M3XMHtRc
— ICC (@ICC) June 14, 2022
১৯.১ ওভারে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার, রাজকোট। সেই ম্যাচে ভারত জিতলে সিরিজ গড়াবে শেষ ম্যাচে রবিবার, বেঙ্গালুরুতে।