Hardik Pandya Tackling Pakistan Bowling (Photo Credit: BCCI/ X)

India vs Pakistan Asia Cup 2025: অপারেশন সিঁদুর ও দুই দেশের যুদ্ধ পরিস্থিতির পর বাইশ গজে এই প্রথম মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। একবার নয়, সব ঠিক থাকলে, টানা তিনটি রবিবার (১৪, ২১ ও ২৮ সেপ্টেম্বর) হবে ওয়াঘা সীমান্তের দুই পাড়ের দেশের বাইশ গজের লড়াই। শেষ পর্যন্ত দুটি দেশ ফাইনালে না উঠতে পারলেও গ্রুপ লিগ ও সুপার ফোরে মুখোমুখি হওয়া নিশ্চিত। গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে আয়োজক দেশে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। তাই ১৪ সেপ্টেম্বর গ্রুপ লিগের পর ২১ সেপ্টেম্বর দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া নিয়ে সংশয় নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ইউএই-তে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ টি-২০। পাকিস্তান গতকাল, রবিবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। ভারত আর কদিনের মধ্যে তাদের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করবে।

গ্রুপ লিগে তাদের দ্বিতীয় ম্যাচে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আর এর মধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা, ভারত ও পাকিস্তানের হয়ে এবার এশিয়া কাপে কারা খেলতে নামছেন। ভারত এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। এবার টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঢোকার দাবিদার অনেকেই। অন্তত ৫টি স্লটে ২ বা তিনের বেশি দাবিদার রয়েছেন।

ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে

তবে মোটের ওপর যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর দুবাই ভারতের হয়ে ওপেন করতে নামছেন- সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। তিন নম্বরে নামতে পারেন শুভমন গিল বা তিলক ভর্মা। চারে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ নম্বর স্লটের লড়াইয়ে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং ও রিয়ান পরাগের মধ্যে। ছয় নম্বরে ফিনিশারের ভূমিকায় থাকছেন হার্ড হিটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। দুই স্পেশালিস্ট পেসার হিসাবে খেলতে চলেছেন জশপ্রীত বুমরা (ফিট থাকলে) ও আর্শদীপ সিং। বুমরা ফিট না থাকলে খেলবেন প্রসিধ কৃষ্ণা। স্পেশালিস্ট স্পিনার হিসাবে খেলবেন বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের প্রথম একাদশ কেমন হতে পারে

অন্যদিকে, পাকিস্তানের হয়ে ওপেন করতে নামবেন শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। তিনে নামতে পারেন হাসান নওয়াজ। মিডল ও লোয়ার মিডল অর্ডারে যথাক্রমে মহম্মদ হ্যারিস, খুশদিল শাহ, ও ফাহিম আশরাফ। অলরাউন্ডার-স্পিনার হিসাবে থাকছেন অধিনায়ক সলমন আঘা। স্পেশালিস্ট তিন স্পিনার- শাহিন আফ্রিদি, হাসান আলি ও হ্যারিস রউফ বা মহম্মদ নওয়াজ। স্পেসালিস্ট স্পিনার হিসাবে দেখা যেতে পারে সুফিয়ান মুকিম-কে।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল/তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়স আইয়ার/রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ-

শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, হাসান নওয়াজ/ফকহর জামান,মহম্মদ হ্যারিস, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সলমন আঘা, শাহিন আফ্রিদি, হাসান আলি,হ্যারিস রউফ/মহম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম।

এশিয়া কাপে টিম ইন্ডিয়ার সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শ্রেয়স আইয়ার/রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব/ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন/যশস্বী জয়সওয়াল, শিবম দুবে/জিতেশ শর্মা।

এশিয়া কাপে পাকিস্তানের ঘোষিত ১৫ জনের স্কোয়াড

শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, হাসান নওয়াজ,মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), খুশদিল শাহ, ফকহর জামান, ফাহিম আশরাফ,সলমন আঘা (অধিনায়ক),শাহিন আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ,মহম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম, সলমন মির্জা, হুসেন তালাত, আব্রার আহমেদ, মহম্মদ ওয়াসিম জুনিয়র।