India vs Pakistan (Photo Credits: Getty Images)

রবিবার, ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-তে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2021)। পাঁচ বছর পর হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ সালে শেষবার ভারতে আয়োজিত হয়েছিল টি২০ বিশ্বকাপ। এই পাঁচ বছর গোটা বিশ্বে বেশ জনপ্রিয় হয়েছে টি টোয়েন্টি ফর্ম্যাট। জনপ্রিয়তার নিরিখে কুড়ি ওভারের ক্রিকেটই এখন সবচেয়ে এগিয়ে। তাই সেই ফর্ম্যাটের বিশ্বকাপ নিয়ে মেতেছে বাইশ গজের বিশ্ব।

১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও, সবাই তাকিয়ে ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। এই ম্যাচটাকে ঘিরে উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিয়েছে। আরও পড়ুন: কথা প্রায় পাকা, বিশ্বকাপের পরই ভারতের ক্রিকেট দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

এটা সবার জানা আইসিসি বিশ্বকাপে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তা সে টি টোয়েন্টি হোক বা ওয়ানডে। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের খেলায় ডারবানে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচ টাই হয়। তারপর এই দুই দেশ ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে। যেখানে উত্তেজক ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে কাপ জেতে ভারত। এরপর শ্রীলঙ্কায় ২০১২ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে অনায়াসে ৮ উইকেটে হারায় ভারত। ২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় পাকিস্তানকে ৮ উইকেটে ভারত। এরপর ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় আয়োজিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত।

ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের হিসেব

পুরুষদের আইসিসি টি২০ বিশ্বকাপে

মোট ম্যাচ: ৫টি

ভারত জয়ী: ৪টি

পাকিস্তান জয়ী: ০

টাই হয়েছে: ১টি

দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপে দু দলের মুখোমুখি সাক্ষাতকারের ফল

১৪ সেপ্টেম্বর, ২০০৭: ডারবান, ম্যাচের ফল: টাই

২৪ সেপ্টেম্বর, ২০০৭: জোহাবনেসবার্গ, ম্যাচের ফল: ভারত জয়ী ৫ রানে

৩০ সেপ্টেম্বর, ২০১২: কলম্বো, ম্যাচের ফল: ভারত জয়ী ৮ উইকেটে

২১ মার্চ, ২০১৪: ঢাকা, ম্যাচের ফল: ভারত জয়ী ৭ উইকেটে

১৯ মার্চ, ২০১৬: কলকাতা, ম্যাচের ফল: ভারত জয়ী ৬ উইকেটে