ম্যানচেস্টার, ১৬ জুন: India vs Pakistan-ICC World Cup 2019। বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019)-এ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভারত বড় রানের ইনিংস গড়ল ভারত। বিরাট কোহলিরা প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করল ৫ উইকেটে ৩৩৬ রান। ৪৬.৪ ওভারে ভারতের স্কোর যখন ৪ উইকেটে ৩০৫ তখনই নামে বৃষ্টি। এরপর বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। খেলা শুরুর পর বিরাট কোহলি (৬৫ বলে ৭৭)- আউট হলেও ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৩৩৬ রান। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সাতে সাত করার মঞ্চ করে রাখলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
ভারতীয় ইনিংস শেষের ২০ বল আগে নামে বৃষ্টি। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের সৌজন্যে বিশ্বকাপে সাতে সাত করার গন্ধ পাচ্ছেন ভারতীয় সমর্থকরা। তাই ভারতীয় সমর্থকদের এখন একটাই স্লোগান-'রেন রেন গো অ্যাওয়ে'।
ম্যানচেস্টারে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কোনও লাভ হল না পাকিস্তানের। রোহিত শর্মা (Rohit Sharma)-j ঝাঁ চকচকে ১১৩ বলে ১৪০ রানের ইনিংস, অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও শিখর ধাওয়ানের পরিবর্তে ওপেন করতে নামা লোকেশ রাহুল (Lokesh Rahul)-এর হাফ সেঞ্চুরির সহায়তায় ভারত নির্ধারিত ৫০ ওভারে তুলল ৩৩৬ রান। আরও পড়ুন- বৃষ্টিতে নাজেহাল বিশ্বকাপ, ইংল্যান্ডের বদলে ইউরোপের যে দেশ আয়োজন করতে চেয়ে টুইট করল!
রোহিত, বিরাটরা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সাতে সাত করার মজবুত মঞ্চ তৈরি করে গেলেন। এবার বুমরা, চাহাল-রা বেসিকটা ঠিকঠাক রাখতে পারলে আরও একবার বিশ্বকাপে পাকিস্তানকে হারাবে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ইনিংস খেলতে থাকেন রোহিত শর্মা। চোট লেগে ছিটকে যাওয়া ধাওয়ানের পরিবর্তে ওপেন করতে নামা রাহুল যোগ্য সঙ্গত দিতে থাকেন রোহিতকে। আমের-হাসান আলিদের কোনও পাত্তাই দিচ্ছিলেন না রোহিত। রোহিত-রাহুল ওপেনিং পার্টনারশিপে যোগ করেন ১৩৫ রান। রাহুল (৭৮ বলে ৫৭) আউট হওয়ার পর অধিনায়ক কোহলিকে নিয়ে সহ অধিনায়ক রোহিত অনায়াসে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রোহিতকে থামাতে তখন দিশেহারা অবস্থা পাক বোলারদের। শেষ অবধি ১১৩ বলে ৩টি ছক্কা, ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ঝড় তুলে হাসান আলির বলে আউট হন রোহিত। রোহিতের আউটের পর দলের রানের গতি কমাতে দেননি কোহলি। অস্ট্রেলিয়া ম্যাচের মত হার্দিক পান্ডিয়াকে চারে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক। হার্দিক ১৯ বলে ২৬ রান করে নিজের কাজটা মাঝপথে ফেলে আসেন। কোহলি হাফ সেঞ্চুরি করে, ওয়ানডে ক্রিকেটে ১১ হাজার রানের মাইলস্টোন গড়ে রাজার মত খেলছিলেন। ২২২টি ইনিংস খেলে ওয়ানডে-তে দ্রুততম হাজার রানের ক্লাবে ঢুকে বিশ্বরেকর্ড গড়লেন কিং কোহলি। হার্দিকের পর ব্যাট করতে নেমে এমএস ধোনি দু বল খেলে এক রানেই আউট হয়ে যান।
হার্দিকের পর ধোনিকে আউট করে পাক পেসার আমের তখন ভাল বল করছেন। ধোনির আউটের পর নামেন বিজয় শঙ্কর (৩ বলে ৬ অপরাজিত)। তারপরেই নামে। ভারতীয় ইনিংসের ৪৬.৪ ওভার খেলার পর নামে বৃষ্টি। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ৩০৫ রান। সবাই এখন বৃষ্টি থামার অপেক্ষায়। ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের কাজটা করে দিয়েছেন।