বৃষ্টিধোয়া বিশ্বকাপ। (Photo Credits: Getty)

লন্ডন, ১৪ জুন: ইংল্যান্ড-ওয়েলশে যুগ্মভাবে আয়োজিত ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup 2019)-এর উন্মাদনায় জল ঢেলে দিচ্ছে বৃষ্টি। বৃষ্টির কোপে এর মধ্যেই চারটি ম্যাচ সম্পূর্ণ ভেস্তে গিয়েছে। যার মধ্যে গত চারদিনের মধ্যেই ভেস্তে গিয়েছে তিনটি ম্যাচ। আবহাোয়া দফতরের যা পূর্বাভাস তাতে আরও বেশ কয়েকটি ম্যাচ বরুণ দেবের কোপে পড়তে পারে। ইংল্যান্ডের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক মাসে দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হতে পারে।

গতকাল ট্রেন্টব্রিজে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে নানা মজার-ব্যাঙ্গার্থক পোস্ট। আইসিসি কেন রিজার্ভ ডে-র ব্যবস্থা রাখেনি। কৃত্রিম ছাদের ব্যবস্থা নেই কেন! বৃষ্টিই ম্যান অফ দি সিরিজ। সহ নানা পোস্ট হতে থাকে। গতকাল দেশের সোশ্যাল মিডিয়া পোস্ট জুড়ে শুধু ইংল্যান্ড বিশ্বকাপে বৃষ্টির প্রসঙ্গ। আরও পড়ুন-ICC World Cup 2019: ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া আটকাতে আয়োজকদের যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি

এরই মাঝে টুইটারে মজার এক পোস্ট করল আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। মাত্র সাড়ে ৩ লক্ষ মানুষের দেশ আইসল্যান্ডকে ক্রীড়াপ্রেমীরা মনে রাখে ২০১৬ ইউরো ও ২০১৮ ফুটবল বিশ্বকাপে খেলার জন্য। এত কম জনসংখ্যার একটা দেশ রাশিয়া বিশ্বকাপে মেসি-র আর্জেন্টিনাকে রুখে দিয়ে গোটা বিশ্বে খবর হয়েছিল। বরফ ঘেরা এই দেশে ক্রিকেটও খেলা হয়। সাড়ে ৩ লক্ষ নাগরিকদের বরফ ঘেরার দেশের ক্রিকেট বোর্ড মজা করে যে টুইটটা করেছে তা হল, ২৮টা দিন আমাদের এখানের রাজধানী শহর রেইকজাভিকে বৃষ্টি হয়নি। ইউরোপের অন্য দেশেও বিশ্বকাপটা সরিয়ে দেওয়া যেতে পারে। দেখুন আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের সেই টুইট

চলতি বিশ্বকাপে আপাতত চারটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। গতকাল, নটিংহ্যামে ভারত-নিউজিল্যান্ড ম্য়াচের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পুরো ভেস্তে যায়। সোমবার, মঙ্গলবার- দুটো দিনই বিশ্বকাপের খেলা ভেস্তে গিয়েছে। আজ টনটনে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ৪৫ বল খেলা হওয়ার পর তুমুল বৃষ্টি নেমে ভেস্তে যায়। তারপর গতকাল ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে একটা বলও খেলা সম্ভব হয়নি মুষলধারে চলা বৃষ্টিতে।