India vs Pakistan Asia Cup Final 2025 Live Streamning: একে মহাষষ্ঠীর জমকালো সন্ধ্যা, তার ওপর ভারত-পাকিস্তান ফাইনাল, তারও ওপর আবার রবিবার। একেবারে স্বপ্নের কম্বিনেশন নিয়ে হাজির এবারের দুর্গাপুজোর বোধন বেলা। রবিবার রাত ৮টা থেকে দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি। এই প্রথম এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ওয়াঘার সীমান্তের দুই দেশ। ওদিকে আবার একের পর চোখধাঁধানো পুজো নিয়ে হাজির ক্লাবগুলি ঠাকুর দেখা নাকি টিভির সামনে ভারত-পাক ফাইনাল উপভোগ করা তা নিয়ে বাঙালি পরিবারে একটা গোপন দ্বন্দ্ব চলছে বৈকি। তবে শেষ পর্যন্ত ঠাকুর তো দেখতে যেতেই হবে। এখন অবশ্য সুবিধা মোবাইলেও খেলা দেখা যায়।
দেখুন ছবিতে
One #Final step towards 🏆
Let's do it #TeamIndia 🇮🇳
🏟️ Dubai International Stadium
⏰ 08.00 PM IST
📱 Official BCCI App#AsiaCup2025 pic.twitter.com/kn0jftmJZz
— BCCI (@BCCI) September 28, 2025
এক নজরে দেখা যাক বারত-পাকিস্তান ফাইনাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা
কখন, কোথায় হবে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল
আজ, রবিবার ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান ফাইনাল। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে এই ফাইনাল।
টিভিতে কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বেশিরভাগ চ্যানেলেই ইংরেজি, হিন্দি সহ বিভিন ভাষায় কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। রাত ৮টা থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে। তার আগে ৭টা থেকে ম্যাচ নিয়ে স্টুডিওতে প্রাক্তন ক্রিকেটার, বিশেষজ্ঞদের নিয়ে হবে ম্য়াচের বিশ্লেষণ।
অনলাইন বা মোবাইলের মাধ্যমে কোথায় দেখা যাবে খেলা
সোনি লিভ অ্যাপ ও ফ্য়ান কোড অ্য়াপের মাধ্যমে সরাসরি ম্যাচের লাইভ স্ট্রিমিং করা হবে।
কাপ জয়ের ব্যাপারে কারা এগিয়ে
খাতায় কলমে শক্তির বিচারে থেকে সাম্প্রতিক পারফরম্যান্স, রেকর্ড, ম্য়াচ উইনারের সংখ্যা- সব দিক থেকেই পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। চলতি টুর্নামেন্টে দুবারই পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিয়েছে ভারত। তবে একটা কথা মাথায় রাখতে হবে, টি-২০ ক্রিকেটে ফেভারিটা সব সময় জেতে না, তবে এতগুলো বিষয়ে এগিয়ে থাকার পর হারলে সেটা বড় হতাশার হবে।
দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে
ভারত- অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী জশপ্রীত বুমরা।
পাকিস্তান- সাহিবাজাদা ফারহান, ফকহর জামান, সাইম আয়ুব, হুসেন তালাত, সলমন আলি আঘা (অধিনায়ক), মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।