সুপার সানডে-র মহারণে আজ এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। এই ম্য়াচ ঘিরে ভারতের অধিকাংশ ক্রিকেটপ্রেমীদের আজ তেমন উতসাহ নেই। যে দেশের বিরুদ্ধে পহেলগামে পর্যটকদের আক্রমণকারী জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে বাইশ গজে কেন খেলবে ভারত? ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে খেলা মানে, আসলে তা ওদের হাতে অর্থ তুলে দেওয়া। এই অভিযোগ তুলে অনেকেই আজ ভারত-পাক ম্যাচ (IND vs PAK) বয়কট (Boycott) করছেন। সোশ্যাল মিডিয়া বিশেষ করে এক্স প্ল্যাটফর্মে অনেক প্রোফাইল কিংবা পেজ, বা অ্যাকাউন্ট দেশবাসীর এই আবেগের মর্যাদা দিচ্ছেন। ক্রিকেটের আপডেট বা খবর দেওয়া সেইসব পেজের অ্য়াডমিনরা ঠিক করেছেন, ভারত-পাকিস্তান ম্যাচের কোনও অংশ বা খবর বা আপডেট তারা দেবেন না।
ভারত-পাকিস্তান ম্য়াচ বয়কট করছেন অনেকেই
তার পরিবর্তে আফ্রিকার দুই দেশ এসওয়াতিনি বনাম মোজাম্বিকের মধ্যে হতে চলা পঞ্চম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ কভার করছেন। ভারত-পাক ম্যাচ বয়কটকারী ক্রিকেটপ্রেমী ভারতীয়রাই এখন প্রতিকী প্রতিবাদে এসওয়াতিনি বনাম মোজাম্বিক খেলাটার আপডেট রাখবেন বলে ঠিক করেছেন। আজ, রবিবার বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে এই খেলাটি। সিরিজে ৩-০ এগিয়ে এসওয়াতিনি। আগের ম্য়াচটি টাই হয়েছিল। সেই ম্যাচে দুটি দেশই ৪ উইকেট হারিয়ে ২২২ রান করেছিল।
দেখুন খবরটি
After multiple requests from you all, we’ve decided we will cover the Eswatini vs Mozambique match today. Don’t miss it! 😉 pic.twitter.com/Gbjl7OaGVb
— Out Of Context Cricket (@GemsOfCricket) September 14, 2025
ভারত বনাম পাকিস্তান ম্য়াচের সেই আকর্ষণ যেন আজ একটু ফিকে
গতকাল, শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ভাইরাল হয়। যে পোস্টে লেখা আছে, আজ সুপার সানডে-তে বড় চারটে ম্যাচ- ১) ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলাদের ক্রিকেট ম্যাচ, ২) এশিয়া কাপ হকির ফাইনাল-ভারত বনাম চিন, ৩) ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (তৃতীয় টি-২০ ম্য়াচ) ও ৪) এসওয়াতিনি বনাম মোজাম্বিক পঞ্চম টি-২০ ম্যাচ।
পহেলগাম জঙ্গি হামলায় মৃতদের পরিবারের অনেকেই এই ম্যাচ বয়কট করার আবেদন করেছেন দেশবাসীর কাছে
গত এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসরণে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এরপর অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙে ভারত। তারপর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ও যুদ্ববিরতি হয়। অনেকেই বলছেন, পহেগলাম হামলার স্মৃতি এখনও তাজা, এর মধ্যে পাকিস্তানের সঙ্গে কেন্দ্রীয় সরকার এই ম্যাচ বন্ধ করতে পারত। সোশ্যাল মিডিয়ায় #BoycottINDvPAK ট্রেন্ড করছে। অনেকেই এই ম্য়াচকে বয়কট করছেন। তবে ভারতের ফিল্ডিং কোচ বলেছেন, খেলা এবং রাজনীতি আলাদা রাখা উচিত। যদিও ম্য়াচের টিকিট বিক্রি বেশ কম হয়েছে এই কারণে।