ম্যানচেস্টার, ৯ জুলাই: বিশ্বকাপে ২০১৯ (ICC World Cup 2019)সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হল না মহম্মদ শামি (Mohammad Shami), কুলদীপ যাদব (Kuldeep Yadav)- র। কিউইদের বিরুদ্ধে ফাইনালে ওঠার ম্যাচে ছয় ব্যাটসম্যান, দুই পেসার, দুই অলরাউন্ডার, এক স্পিনার নিয়েই নামল ভারত। শ্রীলঙ্কা ম্যাচের দল থেকে একটাই পরিবর্তন করেছেন বিরাট কোহলিরা।
কুলদীপ যাদবের পরিবর্তে যুজবেন্দ্র চাহালকে নেওয়া হয়েছে। গত ম্য়াচে বাদ পড়া মহম্মদ শামি আজও খেলছেন না। রবীন্দ্র জাদেজা দলে থাকলেন। কিউই দলে একটা পরিবর্তন টিম সাউদি-র পরিবর্তে এলেন লুকি ফার্গুসন। আরও পড়ুন-বৃষ্টির জন্য স্পেশাল স্ট্র্যাটেজি নিয়েই আজ নামছেন বিরাট কোহলিরা
নিউ জিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে নামছে। যে ম্যানচেস্টারে বিশ্বকাপে পাঁচটা ম্যাচ হয়েছে, সেগুলির সবগুলোতেই প্রথমে ব্য়াট করা দল জিতেছে। ভারতও চলতি বিশ্বকাপে প্রথমে ব্য়াট করেই পাকিস্তানকে হারিয়েছিল। ম্য়ানচেস্টারে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখন আকাশের অবস্থা বেশ ভালই। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচে এক কপ্টারের মাধ্যমে বিতর্কিত পোস্টার ওড়ানোর জন্য আজ ওল্ড ট্রাফোর্ডকে 'নো ফ্লাইং জোন' হিসেবে বলা হয়েছে। ভারতে আজ এই ম্য়াচ ঘিরে ব্য়াপক উন্মাদনা। হেমা মালিনী থেকে বলিউড তারকা হৃতিক রোশন-কোহলিদের ফাইনালে ওঠার জন্য প্রার্থনা জানিয়েছেন।
এক নজরে দু দলের প্রথম একাদশ
ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, এমএস ধোনি (অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরা
নিউ জিল্যান্ডের একাদশ:
মার্টিন গুপ্তিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডে গ্র্যান্ডহোমে, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, ম্য়াট হেনরি, ট্রেন্ট বোল্ট