ICC World Cup 2019: বৃষ্টির জন্য স্পেশাল স্ট্র্যাটেজি নিয়েই আজ নামছেন বিরাট কোহলিরা, কিউইদের চাপে রাখার কৌশল তৈরি টিম ইন্ডিয়ার
সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউ জিল্যান্ড। (Photo Credits: Getty Images)

ম্যানচেস্টার, ৯ জুলাই: বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এ সেমিফাইনালে ম্যানচেস্টারে আজ, মঙ্গলবার মুখোমুখি ভারত (India)- নিউ জিল্যান্ড (New Zeland)। লিগ পর্যায়ে ফেভারিট হয়েই আজ কিউইদের বিরুদ্ধে নামছে বিরাট কোহলি (Virat Kohli) ব্রিগেড। লিগ পর্যায়ে কিউইদের বিরুদ্ধে কোহলিদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ম্যানচেস্টারেও সেমিফাইনালে বৃষ্টির আশঙ্কা রয়েছে। গতকাল, স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, মঙ্গলবার সারাদিন ম্যানচেস্টারে বৃষ্টি হতে পারে।

তবে আজ সকালে কিছুটা মেঘলা থাকলেও বলা হচ্ছে সারাদিন বৃষ্টি হবে না। তবে বৃষ্টিতে ম্যাচ ব্যাহত হওয়ার সম্ভবনা থাকছে। সেক্ষেত্রে ৫০ ওভারের ম্যাচে ওভার সংখ্যা কমতে পারে। ম্যাচের ফয়সালায় ডাক ওয়ার্থ লুইস পদ্ধতি (D/L Method) প্রয়োগ হতে পারে। আরও খবর- অনুষ্কা শর্মা-কে ভিলেন বানিয়েছিল গত বিশ্বকাপের সেমিতে ধোনি-কোহলিদের ট্র্যাজিক হার

পঞ্চাশ ওভারের ম্যাচে বৃষ্টির আশঙ্কা নিয়ে নামলে আলাদা স্ট্র্য়াটেজি নিতে হয়। বৃষ্টিতে ম্য়াচের সমীকরণে অনেক বদল ঘটে। বোলারদের ওভার সংখ্য়া কমে, ব্য়াটিং অর্ডারে রদবদল ঘটাতে হয়। এই সব স্ট্র্যাটেজি মাথায় রেখেই মঙ্গলবার নামছে টিম ইন্ডিয়া। নক আউটে সামান্য ভুলও সব শেষ করতে পারে। বৃষ্টি ব্যাহত ম্যাচে স্ট্র্য়াটেজি বা রণকৌশল অনেক সময়ই জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।

কোহলি-রবী শাস্ত্রীরা তাই ম্যাচের আগের দিন টিম হোটেলে একেবারে হিসেব কষতে বসলেন। সোজা কথায় বৃষ্টি হবে কি হবে না সেটা ঠিক নেই, কিন্তু কোহলিরা তৈরি আছেন সব কিছুর জন্য।

কিউইদের চাপে রাখার জন্য বেশ কিছু বিশেষ স্ট্র্যাটেজি তৈরি করেছে টিম ইন্ডিয়া। যার মধ্যে হার্দিক পান্ডিয়াকে চার নম্বরে পাঠানো। চাহালদের বোলিংয়ের সময় স্লিপ, ক্লোজ ইন ফিল্ডিং সাজানো। সবই হিসেবে থাকছে। এদিকে, আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে, আগামিকাল, রিজার্ভ ডে-তে হবে ম্যাচ।

রিজার্ভ ডে-র নিয়ম হল যেখান থেকে আজ ম্যাচ থমকে যাবে সেখান থেকে শুরু হবে ম্য়াচ। মানে ধরা যাক, আজ প্রথমে ব্য়াট করল ভারত। আর কোহলিদের ইনিংসে ১৫.৩ ওভারের পর বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। তাহলে নিয়ম অনুযায়ী আগামিকাল, বুধবার ১৫.৪ ওভার থেকে শুরু হবে খেলা। আগামিকালও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সেক্ষেত্রে ভারত ফাইনালে উঠবে, কারণ লিগের খেলায় কোহলিরা শীর্ষে ছিলেন।