ম্যানচেস্টার, ১০ জুলাই: বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্যে ২৪০ রান তাড়া করতে নেমে ম্যানচেস্টারে মহা সমস্যায় ভারত। মাত্র ৫ রানের মধ্যে টপ থ্রি-কে হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (১), বিরাট কোহলি (১), লোকেশ রাহুল (১)-তিন ফর্মে থাকা ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। কিউই তারকা পেসার ট্রেন্ট বোল্ট আউট করেন রোহিত ও কোহলিকে। হেনরির বলে আউট হন ওপেনার লোকেশ রাহুল।
ভারত আর বিশ্বকাপ ফাইনালের (ICC World Cup 2019 Final) মাঝে এখন শুধু ২৪০ রানের দূরত্ব। ম্যানচেস্টারে বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে গড়ান সেমিফাইনাল নিউ জিল্যান্ড বুধবার নির্ধারিত ৫০ ওভারে বিরুদ্ধে ৮ উইকেটে ২৩৯ রান করল। ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান থেকে খেলতে নামা আজ বিশেষ কিছু করতে পারলেন না কিউই ব্যাটসম্যানরা। কিউইরা আজ ইনিংসের শেষ ২৩ বলে যোগ করলেন ২৮ রান। ভুবনেশ্বর কুমার ৪৩ রান দিয়ে নিলেন ৩ উইকেট। বাকি চার বোলার একটা করে উইকেট নিয়েছেন।
তার মানে পুরো ৫০ ওভার খেলা হলে খুব বড় রান তাড়া করতে হচ্ছে না বিরাট কোহলি-দের। তবে এটাও ঠিক ওল্ড ট্রাফোর্ডের স্লো পিচ আর নক আউটের চাপে রান তাড়া করাটা কখনই সহজ হবে না টিম ইন্ডিয়ার। আরও পড়ুন- আজ এই তিনটি জিনিস হোক একদম চাইবেন না বিরাট কোহলি-রা
New Zealand end up with 239/8
A superb effort from India to limit them this morning 👏
Who will be the happier of the two sides?#INDvNZ | #CWC19 pic.twitter.com/RjM6Ezqv6i
— ICC (@ICC) July 10, 2019
রস টেলর (৭৪)-কে রান আউট করে কাজের কাজটা সেরে দেন রবীন্দ্র জাদেজা। তারপর ভুবনেশ্বর কুমার আউট করেন টম লাথাম (১০), ম্যাট হেনরি (১)। শেষ অবধি কিউইরা নির্ধারিত ৫০ ওভারে করে ২৩৯ রান। ১৪ জুলাই, রবিবার লর্ডসে ফাইনালে খেলতে হলে এখন ভারতীয় ব্যাটসম্যানদের কোর্টে বল। আধুনিক যুগের ওয়ানডে-তে ২৩৯ রান তাড়া করাটা বিশেষ বড় কাজ নয়। তবে স্লো পিচ, নক আউটের চাপের কারণে সহজ হবে না কাজটা। বিশ্বকাপের ফাইনালে উঠতে হলে তো কঠিন কাজই করতে হয়। রোহিত শর্মা, বিরাট কোহলিদের দিকে তাকিয়ে দেশ। এখন গোটা দেশের একটাই স্লোগান- 'কাম অন ইন্ডিয়া...