ইন্দোরে কিউইদের হোয়াইটওয়াটওয়াশ ও আইসিসি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠার লড়াইয়ে নামল টিম ইন্ডিয়া। মঙ্গলবার, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হল। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে দলে নেওয়া হল উমরন মালিক এবং যুজবেন্দ্র চাহালকে। সিরিজ আগেই জিতে নিলেও রিজার্ভ বেঞ্চেই বসতে হচ্ছে রজত পাতিদার, শাহবাজ আহমেদদের মত প্রতিশ্রুতিবান ক্রিকেটারদের।
চাহাল প্রথম একাদশে ফেরায় ফের একসঙ্গে ওয়ানডে-তে বল করতে দেখা যাবে কুলদীপ যাদবের সঙ্গে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল নিউ জিল্যান্ড। ওপেন করতে নামলেন ভারতের দুই তারকা রোহিত শর্মা ও শুভমন গিল। আরও পড়ুন-বর্ষসেরা ওয়ানডে দলে শ্রেয়স, সিরাজ
দেখুন টুইট
Toss news from Indore ?
New Zealand have elected to field in the third #INDvNZ ODI! pic.twitter.com/8xyGUFiMZE
— ICC (@ICC) January 24, 2023
এক সময় ওয়ানডে-তে ভারতের কুল-চা মানে কুলদীপ যাদব-যুজবেন্দ্র চাহাল জুটি সবাইকে মুগ্ধ করেছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপের সময় সেই কুল-চা জুটি আর সাড়া ফেলতে পারেনি। ২০১৯ বিশ্বকাপের পর এবার নিয়ে মোট তিনবার খেলবেন কুল-চা জুটি। ২০২১ সালে শেষবার একসঙ্গে ওয়ানডে-তে খেলেছিলেন কুলদীপ-চাহাল
ইন্দোরে ভারতীয় একাদশ- রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, উমরন মালিক।