কাঠমাণ্ডু (নেপাল), ৫ সেপ্টেম্বর: প্রথম ম্যাচ ড্র-হওয়ার পর আজ, বিকেলে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি ভারত ও নেপাল ফুটবল দল ( India vs Nepal Live Streaming International Friendly)। নেপালে আয়োজিত এই প্রীতি ম্যাচে জিততে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচে গোলশোধ করে কোনওরমে ১ -১ গোলে ড্র করে ভারত (India National Football Team)। নেপালের (Nepal National Football Team) মত দুর্বল দলের বিরুদ্ধেও ভারত ড্র করায় অনেক সমালোচনা শুনতে হয়। ইগর স্টিমাচের দল তাই ঘুরে দাঁড়াতে মরিয়া।
কোথায়, কখন শুরু হবে ভারত-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ
রবিবার, ৫ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল ৫.১৫টা থেকে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে ভারত-নেপাল প্রীতি ম্যাচ। আরও পড়ুন: Tokyo Paralympics 2020: টোকিও প্যারালিম্পিক্সের শেষ পদকটা ভারতকে হারিয়ে জিতল জাপান
প্রথম ম্যাচ দেখা গিয়েছিল এইখানে
Live streaming nepal vs india
Come on Nepal 🇳🇵🇳🇵https://t.co/ocRxHGlKgQ
— Bibek🇳🇵 (@13bibekkarki) September 2, 2021
কোন চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ম্যাচ
ভারতের কোনও টিভি চ্যানেলেই এই ম্যাচ সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়নি।
অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ
ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি স্ট্রিম করা হবে এই খেলা।
প্রথম প্রীতি ম্যাচের ফল কী হয়েছিল
ম্যাচের প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ভারত। পরে দ্বিতীয়ার্ধে অনিরুদ্ধ থাপার গোলে মান বাঁচে ভারতের। ১-১ গোলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে ভারত।