Indian Hockey Players (Photo Credit: Hockey India/ Twitter)

আগামী ১৫ জানুয়ারি, রবিবার এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ ২০২৩-এ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। শুক্রবার স্পেনকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন স্বাগতিকরা। দলের হয়ে গোল করেন সহ-অধিনায়ক অমিত রোহিদাস (Amit Rohidas) ও মিডফিল্ডার হার্দিক সিংহ (Hardik Singh)। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে দু'দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। কারণ ভারতের প্রতিপক্ষ এখন ৬ নম্বরে। আর ভারতীয় দল বিশ্বের ৫ নম্বরে। প্রথম ম্যাচে ওয়েলসকে ৫-০ গোলে হারায় ডেভিড অ্যামেসের (David Ames) নেতৃত্বাধীন ইংলিশরা। গোল ব্যবধান আরও ভাল হওয়ায় পুল ডি-তে শীর্ষে রয়েছে তারা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া টিম ইন্ডিয়া। গ্রাহাম রিডের (Graham Reid) দল দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। এর আগে ১৯৭৫ সালে ৪৮ বছর আগে এই শিরোপা জিতেছিল ভারত।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ইংল্যান্ড, হকি বিশ্বকাপের ম্যাচ?

১৫ তারিখ রাউরকেলার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে (Birsa Munda International Hockey Stadium) ভারত বনাম ইংল্যান্ড, হকি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে ভারত বনাম ইংল্যান্ড,, হকি বিশ্বকাপে ম্যাচ?

হকি বিশ্বকাপের ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়

কোথায় দেখবেন এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এর সরাসরি সম্প্রচার?

২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?

(Where to watch men’s hockey World Cup 2023 live streaming in India?)

ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও watch.hockey অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।