Shubman Gill. (Photo Credits: X)

India vs England 4th Test: আগামিকাল,বুধবার থেকে ম্যানচেস্টারের (Manchester Test) ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নামছে ভারত  (Team India) ও ইংল্য়ান্ড (England Cricket Team)। সিরিজে ১-২ পিছিয়ে থেকে নামছে টিম ইন্ডিয়া। লর্ডসের চতুর্থ ইনিংসে ব্যাট হাতে রবীন্দ্র জাদেজার অবিশ্বাস্য লড়াইয়ের পরেও ২২ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছেন শুভমন গিলরা। ম্যানচেস্টারে এর আগে কখনও টেস্ট জেতেনি ভারত। বৃষ্টি হচ্ছে, মেঘলা পরিবেশ। আকাশদীপ, নীতীশ রেড্ডির চোট পেয়ে ছিটকে যাওয়া। এই বিয়য়গুলো টিম ইন্ডিয়ার সমর্থকদের চিন্তায় রাখছে। তবে চলতি সিরিজে পিছিয়ে থাকলেও শুভমন গিলরা বেশ ভাল খেলেছেন। আকাশদীপ ছিটকে যাওয়ায় দেশের জার্সিতে অভিষেক হতে পারে হরিয়ানার পেসার অনশুল কাম্বোজের। কপিল দেবের রাজ্যের পেসার কাম্বোজ গত মরসুমে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েছিলেন। একে ৪৭ নামে পরিচিত কাম্বোজের সঙ্গে প্রথম একাদশে থাকার লড়াই প্রসিধ কৃষ্ণার। কিন্তু কোচ গৌতম গম্ভীর কাম্বোজকে চাইছেন।

আকাশদীপের জায়গায় কাম্বোজ, নীতীশের পরিবর্তে শার্দুল বা ধ্রুব জুরেল

ঋষভ পন্থের চোট সেরে যাওয়ায় গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াতে সমস্যা নেই। ফলে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা কমে গিয়েছে। সব ঠিক থাকলে করুণ নায়ার আরও একবার সুযোগ পাচ্ছেন। কুলদীপ যাদবকে ফের রিজার্ভ বেঞ্চে বসে হচ্ছে। নীতীশ রেড্ডির জায়গায় শার্দুল ঠাকুর প্রথম একাদশে ফিরতে পারেন। লিডসে প্রথম টেস্টে তেমন ভাল কিছু করতে না পারায় শার্দুল বাদ পড়েছিলেন। তাঁর জায়গায় এজবাস্টন ও লর্ডসে খেলেছিলেন নীতীশ। কিন্তু জিমে হাঁটুতে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নীতীশ। এবার তাঁর বদলে শার্দুল ফিরছেন। জশপ্রীত বুমরা খেলছেন তা গতকালই পরিষ্কার হয়ে গিয়েছে। তবে আগামিকাল, বুধবার সকালে পিচ থেকেই প্রথম একাদশ নিয়ে দুটি সিদ্ধান্ত নিতে চান গম্ভীর ও গিল। সেটি হল নীতীশ রেড্ডির পরিবর্তে ধ্রুব জুরেলকে খেলানো হবে কি না। আর কাম্বোজ না কৃষ্ণা, কার পক্ষে পিচ বেশি সহায়ক হবে।

করুণ নায়ার ফের একটা সুযোগ পাবেন

সব মিলিয়ে, ম্যানচেস্টার টেস্টে ভারতীয় একাদশ দুটি পরিবর্ত হওয়া নিশ্চিত, নীতীশ রেড্ডির জায়গায় হয়তো শার্দুল ঠাকুর আর আকাশদীপের পরিবর্তে অনশুল কাম্বোজের অভিষেক। এবার করুণ নায়ারের পরিবর্তে ধ্রুব জুরেল বা সাই সুদর্শনকে খেলানো হয় কি না সেটাই দেখার।

ভারতের সম্ভাব্য একাদশ-

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর/ধ্রুব জুরেল, আনশুল কাম্বোজ, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের ঘোষিত একাদশ-

বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, লিয়াম ডওসন, ব্রেইডন কার্সে, জোফ্রা আর্চার।