বার্মিংহ্যাম, ৯ জুলাই: টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ সাউদাম্পটনে দুরন্ত জয়ের পর আজ, শনিবার এজবাস্টনে দ্বিতীয় খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। বৃহস্পতিবার হার্দিক পান্ডিয়ার দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে জোস বাটলার ব্রিগেডকে ৫০ রানে হারিয়ে ১-০ এগিয়ে যায় ভারত। আজ, শনিবার এজবাস্টনে টিম ইন্ডিয়ার সামনে ইংল্যান্ডে সিরিজ জয়ের হাতছানি। সিরিজ জেতার ম্যাচের পাশাপাশি ভারতীয় সমর্থকদের এই ম্যাচ নিয়ে আরও একটা আগ্রহের কারণ থাকছে। তা হল বিশ্রামের পর দলে ফিরছেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন ঠিক করার আরও একটা সুযোগ রোহিত শর্মা-র কাছে।
পাশাপাশি দলে ফিরছেন জশ্রপীত বুমরা ও এজাবস্টন টেস্টের দুই সেঞ্চুরিয়ান ঋষভ পন্থ ও বরীন্দ্র জাদেজা। কোহলিকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে আসতে পারেন পন্থ। অক্ষর প্যাটেলের পরিবর্তে খেলবেন জাদেজা। বুমরা খেলতে পারেন আর্শদীপ সিংয়ের পরিবর্তে। লোকেশ রাহুলকে বাদ দিলে, মোটের ওপর পূর্ণশক্তির দল নিয়েই দীর্ঘদিন পর টি টোয়েন্টিতে নামছে ভারত। আরও পড়ুন- স্মিথের ১৪৫ নট আউট, অস্ট্রেলিয়া ৩৬৪ অল আউট, জয়সূর্যর ৬ উইকেট
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক) , বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কবে কোথায় আয়োজিত হবে
ভারত-ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে আজ, শনিবার ৯ জুলাই। বার্মিংহ্যামের এজবাস্টনে আয়োজিত হবে এই ম্যাচ।
টিভিতে কীভাবে দেখবেন ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। সোনি সিক্স-এ ইংরেজি কমেন্ট্রিতে দেখা যাবে খেলা। সরাসরি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে খেলা। সাড়ে ৬টায় হবে টস।
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।