Aggression from Virat Kohli. (Photo Credits: Twitter/SonyLiv)

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ১৪তম ওভারের একটা ঘটনা এখন নেট দুনিয়ায় দাপাচ্ছে। ভারতের পেসার মহম্মদ সিরাজ বল করার পর বাংলাদেশের ব্যাটার লিটন দাসকে কিছু একটা বলেন। টিভি রিপ্লেতে দেখে মনে হয় অনেকটা স্লেজিংয়ের ঢঙেই লিটনের উদ্দেশ্য কিছু বলেন সিরাজ। লিটন সেটাকে বেশ কায়দা করে কানা হাত দিয়ে শুনতে পাননি বল পাল্টা ছুটে যান সিরাজের দিকে। পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে ভেবে আম্পয়ার লিটনকে সামলে ব্যাট করতে পাঠান।

দেখুন ছবিতে

ঠিক তার পরের বলেই সিরাজের দারুণ একটা ডেলিভারিতে লিটন (২৪)-কে আউট করেদেন হায়দরাবাদের তারকা পেসার। লিটন আউট হওয়ার ঠিক পরেই তাঁর কায়দাতেই কানে হাত দিয়ে 'শুনতে পাননি' পোজে কটাক্ষ করেন বিরাট কোহলি। এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়া ভাইরাল। আরও পড়ুন-চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের ম্য়াচ রিপোর্ট

দেখুন ভিডিয়ো

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা পুরোটাই ভারতের হয়ে থাকল। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ব্য়াটে-বলে বাংলাদেশকে দাঁড়াতেই দিল না টিম ইন্ডিয়া। টেস্টের প্রথম দিনটা দেখে মনে হচ্ছিল, দারুণ লড়াই হবে। কিন্তু দ্বিতীয় দিনে শেষে দেখে মনে হচ্ছে, একেবারে একপেশেভাবে শেষ হবে খেলা। ৬ উইকেটে ২৭৮ রান থেকে দিনের খেলা শুরু করে ৪০৪ করে দারুণ জায়গায় চলে যায় টিম ইন্ডিয়া। এরপর বাংলাদেশের প্রথম ইনিংসে ১৩৩ রানের মধ্য়ে ৮ উইকেট ফেলে দিয়ে চালকের আসনে লোকেশ রাহুলের দল।

ছবিতে কোহলি

দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারত এখনও এগিয়ে ২৭১ রানে, বাংলাদেশের হাতে রয়েছে মাত্র ২ উইকেট। এখন সবচেয়ে বড় প্রশ্ন রাহুল এবার বাংলাদেশকে ফলো-অন করান কি না।