চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা পুরোটাই ভারতের হয়ে থাকল। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ব্য়াটে-বলে বাংলাদেশকে দাঁড়াতেই দিল না টিম ইন্ডিয়া। টেস্টের প্রথম দিনটা দেখে মনে হচ্ছিল, দারুণ লড়াই হবে। কিন্তু দ্বিতীয় দিনে শেষে দেখে মনে হচ্ছে, একেবারে একপেশেভাবে শেষ হবে খেলা। ৬ উইকেটে ২৭৮ রান থেকে দিনের খেলা শুরু করে ৪০৪ করে দারুণ জায়গায় চলে যায় টিম ইন্ডিয়া। এরপর বাংলাদেশের প্রথম ইনিংসে ১৩৩ রানের মধ্য়ে ৮ উইকেট ফেলে দিয়ে চালকের আসনে লোকেশ রাহুলের দল। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারত এখনও এগিয়ে ২৭১ রানে, বাংলাদেশের হাতে রয়েছে মাত্র ২ উইকেট। এখন সবচেয়ে বড় প্রশ্ন রাহুল এবার বাংলাদেশকে ফলো-অন করান কি না।
চট্রগ্রামে দ্বিতীয় দিনে ব্যাট হাতে দারুণ একটা ইনিংস খেললেন রবিচন্দ্রন অশ্বিন (৫৮)। ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর ৪ উইকেট তুলে নিয়ে দিনের নায়ক কুলদীপ যাদব। যে কুলদীপ প্রায় বছর দুয়েক পর টেস্ট খেলতে নামলেন। বাংলাদেশের ইনিংসকে সবার আগে ধাক্কাটা দেন মহম্মদ সিরাজ। মাত্র ১৪ রানে ৩ উইকেটের স্পেল করে সিরাজ চট্টগ্রাম মাতিয়ে দিলেন।
দেখুন ভিডিয়ো
𝙎𝙞𝙧𝙖𝙟 𝙝𝙖𝙨 𝙩𝙝𝙚 𝙡𝙖𝙨𝙩 𝙡𝙖𝙪𝙜𝙝
The speedster was difficult to contain as he rattled @LittonOfficial's stumps, eventually picking up 3 before the end of Day 2 🤩🔥
Rate @mdsirajofficial's bowling effort from 1️⃣-1️⃣0️⃣?#BANvIND #SonySportsNetwork #MohammedSiraj pic.twitter.com/kdEt38w0ls
— Sony Sports Network (@SonySportsNetwk) December 15, 2022
ভারতের ৪০৪ রানের জবাবে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সিরাজ শুরুতেই ধাক্কা দেন বাংলাদেশর দুই ওপেনার নাজমুল হোসেন শান্তো (০) , জাকির হোসেন (২৪) ও লিটন দাস (২৪)কে আউট করে। এর মাঝে ইয়াসির আলি (৪)-কে বোল্ড করে চাপ বাড়ান উমেশ যাদব। অধিনায়ক সাকিব আল হাসান (৩)-কে দ্রুত ফিরিয়ে বাংলাদেশকে একেবারে কোণঠাসা করে দেন কুলদীপ।
সিরাজের পেসে নাজেহাল হওয়ার পর বাংলাদেশের ব্যাটাররা এরপর কুলদীপের ঘূর্ণিতে নড়ে যান। সাকিবের পর কুলদীপের বলে আউট হন নুরুল হাসান (১৬), মুশফিকুর রহিম (২৮), তাইজুল ইসলাম (০)। অপরাজিত অবস্থায় দিনের খেলা শেষ করেন মেহদি হাসান মিরাজ (১৬) ও ইবাদত হোসেন (১৩)। ৮ উইকেটে ১০২ থেকে বাংলাদেশ দিনের শেষে ৮ উইকেটে ১৩৩-এ শেষ করে।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ব্যক্তিগত ৯০ রানে শ্রেয়স আইয়ার আউট হলেও, ব্যাট হাতে মাতিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অশ্বিনের ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে কোণঠাসা জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ভাল জায়গায় টিম ইন্ডিয়া। চট্টগ্রামে টেস্টের দ্বিতীয় দিনে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন অশ্বিন। টেস্টে অশ্বিনের এটি ১৩তম হাফ সেঞ্চুরি।
পাঁচদিনের ক্রিকেটে অশ্বিনের ৫টা সেঞ্চুরি আছে। টেস্টে আর ৮টা উইকেট নিলেই ৪৫০-র মাইলস্টোন গড়বেন তিনি। আর টেস্টে ব্যাট হাতে তিন হাজার রানের দোরগড়ায় দাঁড়িয়ে তামিলনাড়ুর ৩৬ বছরের তারকা স্পিনার-অলরাউন্ডার। এদিন,চট্টগ্রামে ব্যাট হাতে অশ্বিনকে যোগ্য সঙ্গত দেন কুলদীপ যাদব।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড-
ভারত-৪০৪ (পূজারা ৯০, শ্রেয়স ৮৬, অশ্বিন ৫৮। তাইজুল ৪/১৩৩, মিরাজ ৪/১১২)
বাংলাদেশ-১৩৩/৮ (মুশফিকুর ২৮। কুলদীপ ৪/৩৩, সিরাজ ৩/১৪)