India beast Sri Lanka in Super Over. (Photo Credits:X)

India vs Australia Series 2025 Schedule, Squad: এশিয়া কাপে এক তরফা জয়, অতি দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একেবারে একপেশে টেস্ট সিরিজ দেখে কিছুটা একঘেয়ে লাগছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ইংল্য়ান্ড সফরের পর থেকেই বাইশ গজে টানটান ব্যাপারটা উধাও। তবে এবার সেটা ফিরতে চলেছে। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। শুভমন গিলের নেতৃত্বে ১৯ অক্টোবর থেকে মিচেল মার্শের অজি দলের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে খেলবে ভারত। তারপর ২৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে। টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সদ্য এশিয়া কাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে, সীমিত ওভারের দুটি সিরিজেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

গিল বনাম মার্শ দ্বৈরথ

ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আর টি-২০ ক্রিকেটের ফর্ম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। তাই সীমিত ওভারের সিরিজ জমে যাবে। এশিয়া কাপে চোট পাওয়ায় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে অস্ট্রেলিয়ায় দুটি ফর্ম্য়াটের সিরিজেই পাবে না ভারত। হার্দিকের পরিবর্তে পেসার-অলরাউন্ডার হিসাবে নীতীশ কুমার রেড্ডি-কে সুযোগ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া তেমন পাচ্ছে না প্য়াট কামিন্স, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকাদের।

ওয়ানডে, টি-২০: দুটিতেই আইসিসি ব়্য়াঙ্কিংয়ে শীর্ষে ভারত

ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার ফর্ম এখন মোটেও ভাল নয়। ক মাস আগেই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় অজিরা। ২০২৩ বিশ্বাকপে জয়ের পর ৫০ ওভারের ক্রিকেটে কিছুটা যেন খেই হারিয়েছে ক্য়াঙারুর দেশ। চলতি বছরের গোড়ায় দুবাইয়ে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে ক্রমশ যেন পিছনের থেকে এগিয়ে চলেছে ব্য়াগি গ্রিনরা। তবে ২০২৭ বিশ্বকাপের দিকে চোখ রেখে ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই নিজেদের গুছিয়ে নিতে মরিয়া মার্শরা। অন্যদিকে, নিউ জিল্য়ান্ডে গিয়ে দুরন্ত ক্রিকেট খেলে টি-২০ সিরিজ জিতে ফেরাটা বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে সংক্ষিপ্ততম ফর্ম্য়াটের সিরিজে মানসিক দিক থেকে চাঙ্গা রাখার কথা।

এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সীমিত ওভারের দুটি সিরিজকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

ওয়ানডে-তে ভারত বনাম অস্ট্রেলিয়া

মোট ম্যাচ: ১৫২

অস্ট্রেলিয়া জয়ী: ৮৪

টিম ইন্ডিয়া জয়ী:৫৮

নিষ্পতি হয়নি: ১০

অস্ট্রেলিয়ার মাটিতে

মোট ম্যাচ: ৫৬

অস্ট্রেলিয়া জয়ী: ৩৮

টিম ইন্ডিয়া জয়ী: ১৪

নিষ্পত্তি হয়নি: ৪

ভারতের মাটিতে

মোট ম্যাচ: ৭৫

অস্ট্রেলিয়া জয়ী: ৩৮

টিম ইন্ডিয়া জয়ী: ৩৩

নিষ্পত্তি হয়নি: ৪

নিরপেক্ষ মাঠে

অস্ট্রেলিয়া জয়ী: ১২

টিম ইন্ডিয়া জয়ী: ১১

ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ ২০২৫-এর সূচি:

প্রথম ম্যাচ: ১৯ অক্টোবর, রবিবার: অপটাস স্টেডিয়াম, পার্থ

দ্বিতীয় ম্যাচ: ২৩ অক্টোবর, বৃহস্পতিবার: অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

তৃতীয় ম্যাচ: ২৫ অক্টোবর, শনিবার: এসসিজি, সিডনি

( খেলা শুরু: ভারতের সময় সকাল ৯টা থেকে)

ওয়ানডে সিরিজে দুই দলের স্কোয়াড

ভারতের ওয়ানডে স্কোয়াড- শুভমন গিল (অধিনায়ক) রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার),অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড-মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, ম্যাথু শর্ট, আলেক্স কারি (উইকেটকিপার), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, জোশ ইংলিশ (উইকেটকিপার), কুপার কোননোলি, মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, নাথান এলিস, অ্যাডাম জাম্পা,জেভিয়ার বার্টলেট, বেন দারশুইস, ম্য়াথু শর্ট।

আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিং

ভারত: ১

অস্ট্রেলিয়া: ৩

-----------------

টি-২০ আন্তর্জাতিকে ভারত বনাম অস্ট্রেলিয়া:

মোট ম্যাচ: ৩২

অস্ট্রেলিয়া জয়ী: ১১

টিম ইন্ডিয়া জয়ী:২০

নিষ্পতি হয়নি: ১

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ ২০২৫-এর সূচি:

প্রথম ম্য়াচ- ২৯ অক্টোবর, বুধবার: মেলবোর্ন

দ্বিতীয় ম্য়াচ- ৩১ অক্টোবর, শুক্রবার: ম্যানুকা ওভাল, ক্যানবেরা

তৃতীয় ম্যাচ- ২ নভেম্বর, রবিবার: বেলারিভ ওভাল, হোবার্ট

চতুর্থ ম্যাচ-৬ নভেম্বর, বৃহস্পতিবার: গোল্ড কোস্ট

পঞ্চম ম্য়াচ- ৮ নভেম্বর, শনিবার: গাব্বা, ব্রিসবেন

টি-২০ সিরিজে দুই দলের স্কোয়াড

ভারতের টি-২০ স্কোয়াড-

শুভমন গিল (সহ অধিনায়ক),অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা (উইকেটকিপার)।

অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াড (প্রথম দুটি ম্য়াচে)

মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ম্য়াথু শর্ট, টিম ডেভিড, জোশ ইংলিশ (উইকেটকিপার), মার্কস স্টোয়নিস, মিচেল ওয়েন, বেন দারশুইস, অ্যাডাম জাম্পা, জেভিয়ার বার্টলেট, জোশ হ্যাজেলউড, নাথান এলিস, ম্যাথু কুহনেমান, কুপার কোননোলি,সিন অ্যাবট।

আইসিসি টি-২০ ব়্য়াঙ্কিংয়ে

ভারত: ১

অস্ট্রেলিয়া: ২