BCCI (Photo Credits: IANS)

নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল  বিসিসিআই (BCCI)। যশ দয়াল এবং রবীন্দ্র জাদেজার পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফাস্ট বোলার কুলদীপ সেন এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদকে।দয়ালের পিঠের নিচের সমস্যা রয়েছে এবং জাদেজা এখনও হাঁটুর চোট থেকে সেরে উঠতে পারেননি।

একই সময়ে, কুলদীপ এবং শাহবাজকে ২৫নভেম্বর থেকে অকল্যান্ডে শুরু হতে চলা নিউজিল্যান্ডের ৩ টি একদিনের ম্যাচের সিরিজের জন্য প্রাথমিকভাবে স্কোয়াডে নেওয়া হয়েছিল। বাংলাদেশ সফরেও তাদের দলে রাখা হল।

বাংলাদেশে একদিনের ম্যাচে ভারতের  একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত(উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর , মহম্মদ শামী,মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন

বাংলাদেশ 'এ'-এর বিপক্ষে দুটি চারদিনের ম্যাচের জন্য ভারত 'এ' দলও বেছে নিয়েছেন নির্বাচকরা। প্রথম চারদিনের ম্যাচটি হবে ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর এবং দ্বিতীয় চারদিনের ম্যাচটি হবে ৬ থেকে ৯ ডিসেম্বর।

প্রথম চারদিনের ম্যাচে ভারত এ দল

অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), রোহান কুনুমাল, যশস্বী জয়সওয়াল, যশ ধুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব (উইকেটরক্ষক), সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদীপ সাইনি, অতিত শেঠ

দ্বিতীয় চারদিনের ম্যাচে ভারত এ দল

অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), রোহান কুনুমাল, যশস্বী জয়সওয়াল, যশ ধুল, সরফরাজ খান, উপেন্দ্র যাদব (উইকেটরক্ষক), সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদীপ সাইনি, অথীথ শেঠ, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক)