অ্যান্টিগা, ২৬ অগাস্ট: অ্যান্টিগা টেস্টে দারুণ জয় ভারতের (Team India)। রবিবার, টেস্টের চতুর্থ দিনে ব্যাটে-বলে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে ভারত জিতল ৩১৮ রানে। আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)-র সেঞ্চুরি, হনুমা বিহারী (Hanuma Vihari) ৯২, জশপ্রীত বুমরা ৭ রানে ৫ উইকেটের সৌজন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। পাশাপাশি দু ম্য়াচে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলেন বিরাট কোহলিরা। এই জয়ের সুবাদে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী টেস্ট ম্যাচ জয়ের বিচারে মহেন্দ্র সিং ধোনি (২৭)-কে স্পর্শ করে ফেললেন কোহলি।
টেস্টে ভারতের সবচেয়ে বড় জয়ের ব্যাপারে অ্যান্টিগার এই জয় চার নম্বরে থাকল। প্রসঙ্গত, ভারতের সবচেয়ে বড় জয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৫-১৬-তে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (৩৩৬ রানে জয়)। আরও পড়ুন-চিনা মাঞ্জায় গলা কেটে মর্মান্তিক মৃত্যু চার বছরের শিশুর
গতকাল অ্যান্টিগা টেস্টে ঘটনাবহুল চতুর্থ দিনের শুরুতেই বিরাট কোহলি (৫৩) আউট হয়ে যান। এরপর পঞ্চম উইকেটে আজিঙ্কা রাহানে-হনুমা বিহারী ১৩৫ রানের পার্টনারশিপ করেন। রাহানে টেস্ট ক্রিকেটে তাঁর দশম সেঞ্চুরিটা করে, ব্যক্তিগত ১০৩ রানে আউট হন। এরপর ঋষভ পন্থ (৭) দশ বল খেলেই আউট হয়ে যান। ভারতের লিড অনেকটা হয়ে গেলেও হনুমা বিহারী জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরির দোরগড়ায় থাকায় ডিক্লেয়ার করা যাচ্ছিল না। শেষ অবধি ৯৩ রানে হনুমা বিহারী আউট হতেই ৭ উইকেটে ৩৪৩ রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত।
জিততে হলে ৪১৯ রান করতে হবে এই শর্তে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবিয়ান ইনিংস। বুমরা-ইশান্তের আগুনে স্পেলে মাত্র ৭ ওভারের মধ্যে ১৫ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর সাই হোপ আউট হওয়ার পর ২৭ রানের মধ্যে দলের সেরা ছয় ব্যাটসম্যানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখন মনে হচ্ছিল টেস্টে ক্রিকেটে সবচেয়ে কম রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডটা আজই গড়বেন হোল্ডাররা। কিন্তু ৯ নম্বরে নেমে কেমার রোচ (৩৮), ও একাদশতম ব্যাটসম্যান কামিন্স (১৯) ভাল ইনিংস খেলে দলের রানকে তিন অঙ্কের সংখ্য়ায় পৌঁছে দেন। ৫০ রানে ৯ উইকেট থেকে শেষ উইকেটের লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ১০০ রানে অল আউট হয়। বুমরা ৭ রান দিয়ে ৫ উইকেট ও ইশান্ত শর্মা ৩১ রানে ৩টি উইকেট পান। শামি ১৩ রানে ২ উইকেট পান। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ২৬.৫ ওভারে। দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচের সেরা নির্বাচিত হন রাহানে। ম্যাচের প্রথম দিনের প্রথম ঘণ্টায় মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদ থেকে রক্ষা পেয়ে দারুণ জয় পেলে টিম ইন্ডিয়া।