IND vs ENG 1st Test: লিডস টেস্টের তৃতীয় দিনটা জশপ্রীত বুমরা-র। ইংল্যান্ডের প্রথম ইনিংসের পাঁচটা উইকেট তুলে নিয়ে দলকে লড়াইয়ে রাখলেন বুমরা। তৃতীয় দিনের শেষে লিডস টেস্ট উত্তেজক জায়গায় দাঁড়িয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শুভমন গিলের দলের লিড এখন ৯৬ রানের, হাতে ৮ উইকেট। অপরাজিত রয়েছেন কেএল রাহুল (৪৭) ও শুভমন গিল (৬)। ভারতের প্রথম ইনিংসে করা ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ৪৬৫ রান। আর ৬ রানের লিড নিয়ে খেলতে নেমে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৯০ রান। স্লিপে বেশ কয়েকটি সহজ ক্যাচ ফসকে তীব্র সমালোচিত হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর এদিন ইংল্য়ান্ডের পেসার ব্রেইডন কার্সের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান যশস্বী।
ভাল ইনিংস খেলছেন কেএল রাহুল
১৬ রানে ১ উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর নামেন অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া সাই সুদর্শন। ৪টি বাউন্ডারি হাঁকিয়ে সাই বেশ ভালই খেলছিলেন, কিন্তু দিনের খেলা শেষের মিনিট ১৫ আগে বেন স্টোকসের বলে ব্যক্তিগত ৩০ রানে আউট হয়ে যান এবারের আইপিএলের সবচেয়ে বেশি রান করাব ব্যাটার। প্রথম ইনিংসেও সাই ইংল্য়ান্ডের অধিনায়ক স্টোকসের বলে আউট হয়েছিলেন। প্রথম ইনিংসের মত এদিনও দারুণ খেলতে থাকেন কেএল রাহুল। প্রথম ইনিংসে ৪২ রান করে সেট হয়ে আউট হয়েছিলেন রাহুল। তবে এদিন তাঁকে আরও বেশি আত্মবিশ্বাসী দেখাল।
দেখুন তৃতীয় দিনের শেষে লিডসের স্কোরবোর্ড
Neither side giving an inch as the first Test at Headingley remains evenly poised after Day 3 🏏#ENGvIND 📝: https://t.co/FXxW1HkGLm pic.twitter.com/ZYOjooIjpe
— ICC (@ICC) June 22, 2025
লিডসে সোমবার চতুর্থ দিনে কী হলে কী হবে
সোমবার, চতুর্থ দিনের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ। কোনও উইকেট না হারালে বা একটা উইকেট হারালেও গিলরা ফ্রন্টফুটে চলে যাবেন। লিডসের পিচে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৭৫-৩০০ রানের মত টার্গেট দিতেই হবে। সেক্ষেত্রে সোমবার টেস্টের প্রথম সেশনটা বড় ভূমিকা নিতে পারে। রাহুলের সেঞ্চুরি, গিলের বড় ইনিংসের আশায় টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ, করুণ নায়ার, জাদেজাদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।
বুমরার নজির গড়া পাঁচ উইকেট
টেস্টে আরও একবার ইনিংসে পাঁচ উইকেটের মাইলস্টোন গড়লেন বুমরা। রবিবার হেডিংলি টেস্টের তৃতীয় দিনে ইংল্য়ান্ডের প্রথম ইনিংসের শেষ দুটি উইকেট তুলে নিয়ে ৮৩ রান দিয়ে ৫ উইকেট নিলেন বুমরা। টেস্টে ১৪ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতের এই মহাতারকা পেসার। কপিলে দেবের রেকর্ড ভেঙে বিদেশের মাটিতে ১২ বার ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার বিদেশের মাটিতে একটা ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করলেন বুমরা। গতকাল ম্য়াচের প্রথম দিনে ইংল্যান্ডের প্রথম তিনটির পর, এদিন শেষ দুটি পেয়ে পাঁচ উইকেটের নজির গড়লেন গুজরাটের তারকা পেসার। আজ, রবিবার বুমরা পরপর বোল্ড করে দেন ক্রিস ওকস এবং জোশ টাঙ-কে। লিডসে বুমরার পাঁচটি উইকেটের মধ্যে তিনটিই ক্লিন বোল্ড। বুমরার পাঁচ, প্রসিধ কৃষ্ণার ৩টি ও মহম্মদ সিরাজের দুই উইকেটের সৌজন্যে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৪৬৫ রানে। ৬ রানের লিড নিয়ে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে। তিনজন ব্যাটার সেঞ্চুরি হাঁকানোর পরেও তেমন সুবিধা পেলেন না শুভমন গিলরা।