Sumit Nagal: সুমিতের নাগালে দীর্ঘ প্রতীক্ষার জয়, দীর্ঘ ৩৫ বছর পর গ্র্যান্ডস্লামে বাছাই খেলোয়াড়কে হারালেন কোনও ভারতীয়
Sumit Nagal. (Photo Credits: X)

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জিতে নজির গড়লেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। মঙ্গলবার অজি ওপেনের প্রথম রাউন্ডে বিশ্বের ২৭ নম্বর খেলোয়াড় আলেকজান্ডার বুবলিক-কে হারালেন অবাছাই সুমিত নাগাল। বাছাই পর্ব থেকে মূলপর্বে উঠে ২৬ বছরের সুমিত ৬-৪, ৬-২, ৭-৬ (৫) হারালেন কাজাকাস্তানের এক নম্বর খেলোয়াড় বুবলিককে। ১৯৮৯-র পর এই প্রথম গ্র্যান্ডস্লাম পুরুষদের সিঙ্গলসে কোনও বাছাই খেলোয়াড়কে হারালেন কোনও ভারতীয়। ১৯৮৮ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে ম্যাটস উইলান্ডারের কাছে জিতেছিলেন রমেশ কৃষ্ণনন। এরপর গ্র্যান্ডস্লাম সিঙ্গলসে ভারতীয় খেলোয়াড়রা টুকটাক জয় পেয়েছেন ঠিকই কিন্তু কখনই কোনও বাছাই খেলোয়াড়কে হারাতে পারেননি।

২০২০ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে ব্র্যান্ডলি ক্লাহানকে হারিয়েছিলেন সুমিত। কিন্তু সুমিতের সেই প্রতিপক্ষ অবাছাই খেলোয়াড় ছিলেন। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সোমদেব দেববর্মনদের মত তারকারা যেটা গ্র্যান্ডস্লাম টেনিস সিঙ্গলসে করে দেখাতে পারেননি সেটাই করে দেখালেন হরিয়ানার ছেলে সুমিত।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে নামা সুমিত নাগাল এখন এটিপি ব়্যাঙ্কিংয়ে ১৩৯ নম্বরে আছেন। চোটের কারণে ক মাস আগেও ঠিক মত হাঁটতে পারছিলেন না। আর্থিক সঙ্কটেও পড়েছিলেন। কিন্তু সেখান থেকে তিন বছর পর গ্র্যান্ডস্লামের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জনের পর এবার ইতিহাস গড়লেন সুমিত। দ্বিতীয় রাউন্ডে এবার সুমিত খেলবেন চিনের অবাছাই শাং জুংছেংয়ের বিরুদ্ধে। সুমিতের দ্বিতীয় রাউন্ডে ওঠা চিনের প্রতিপক্ষ এদিন হারান ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড -কে। যে ম্যাকডোনাল্ড গত অজি ওপেনে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন।

দেখুন ভিডিয়ো

২০১৫ উইম্বলডন টেনিসের ডবলসে খেতাব জিতে কেরিয়ার শুরু করেছিলেন সুমিত। এরপর সিঙ্গলসে মন দিয়ে একের পর এক সাফল্য পান। কয়েক বছরের মধ্যেই ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় হন সুমিত। ডেভিস কাপে দেশের হয়ে বেশ কিছু স্মরণীয় জয় পেয়েছেন।