Manchester Test: অবিশ্বাস্য কায়দায় ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ড্র করল টিম ইন্ডিয়া (Team India)। এভারেস্ট প্রমাণ রানের সামনে ৩১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনও রান না করেই দুই উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। পাঁচ বলে দুই উইকেট হারানোর পর, ১৪২.১ ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়ে নিলেন শুভমন গিল (Shubman Gill)-রা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া করল ৪ উইকেটে ৪২৫ রান। ম্য়ানচেস্টার ম্যাচ বাঁচিয়ে এবার ওভালে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। আগামী বৃহস্পতিবার থেকে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টটা টিম ইন্ডিয়ার কাছে ডু অর ডাইয়ের লড়াই হচ্ছে।
তিনটি সেঞ্চুরি, একটি ৯০ রানের ইনিংসে বাঁচল ম্যাচ
সিরিজ ড্র করতে হলে টিম ইন্ডিয়াকে ওভাল টেস্টে জিততেই হবে, আর সেখানে ড্র করলেও ইংল্যান্ড ২-১ সিরিজ জিতবে। এটা যদি ওভালে নামার আগে গিলদের কাছে চাপের বিষয় হল, তাহলে সুবিধা হল গত দুদিনে ইংল্যান্ডের বোলারদের ১৪৩ ওভার বল করতে হল। ফলে অনেকটা ক্লান্ত হয়েই নামতে হবে স্টোকসদের। অন্যদিকে, ম্যানচেস্টারে টেস্টের তাদের দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভার ব্যাট করে ম্য়াচ বাঁচিয়ে মানসিক দিক থেকে এগিয়ে থেকেই ওভালে নামছেন গিলরা। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া করেছিল ৩৫৮ রান। জবাবে ইংল্যান্ড করে ৬৬৯ রান। আর এরপর ভারত ৪ উইকেটে ৪২৫ রান করে টেস্ট বাঁচাল।
অবিশ্বাস্য কায়দায় ম্য়াচ বাঁচাল টিম ইন্ডিয়া
𝗧𝘄𝗼 𝗚𝗼𝗼𝗱! 💯💯
2⃣0⃣3⃣*(334)
Ravindra Jadeja 🤝 Washington Sundar
Scorecard ▶️ https://t.co/L1EVgGtx3a#TeamIndia | #ENGvIND pic.twitter.com/guzRkCjs4s
— BCCI (@BCCI) July 27, 2025
জাদেজার পঞ্চম ও সুন্দরের প্রথম টেস্ট সেঞ্চুরি, ২০৩ রানের পার্টনারশিপ
গতকাল, চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়ার ২টি উইকেট পড়েছিল। আর আজ সারাদিনে পড়ল মাত্র ২টি উইকেট। সেঞ্চুরি করলেন তিনজন আর একজন আউট হলেন ৯০-এর ঘরে। রবীন্দ্র জাদেজা ১০৭ রানে আর ওয়াশিংটন সুন্দর ১০১ রানে অপরাজিত থাকলেন। সিরিজে ৭০০ রানের গণ্ডি টপকে নজির গড়া অধিনায়ক গিল করলেন ১০৩ রান। ৯০ রানে স্টোকসের বলে এলবি হন কেএল রাহুল। গিল আউট হওয়ার পর ম্যাচ বাঁচানো নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। কিন্তু পঞ্চম উইকেটে জাদেজা আর ওয়াশিংটন সুন্দর ৩৩২টি বল খেলে দেন। শেষ পর্যন্ত ইংল্য়ান্ডের বোলাররা আর আউট করতে পারেননি জাদেজা-সুন্দরদের। দুই স্পিনার অলরাউন্ডার পঞ্চম উইকেটে যোগ করলেন ২০৩ রান। শেষের দিকে বেন স্টোকসরা আর খেলতে চাইছিলেন না, ড্র করতে চাইছিলেন। কিন্তু জাদেজারা ছাড়ার পাত্র ছিলেন না। টেস্টে জাদেজার এটি পঞ্চম ও সুন্দরের প্রথম সেঞ্চুরি। জাদেজা-পন্থের অবিশ্বাস্য পার্টনারশিপের কারণে আর নামতে হল না মারাত্মক চোট পাওয়া ঋষভ পন্থকে।
টেস্টে হল মোট ১৪৫২ রান, পড়ল মাত্র ২৪টি উইকেট
ম্যানচেস্টার টেস্টে একেবারে রানের পাহাড় তৈরি হল। দুই দলের মিলিয়ে পড়ল মাত্র ২৪টি উইকেট হল, আর হল মোট ১৪৫২ রান। মাত্র তিনটি ইনিংস খেলা হলেও দুই দল মিলিয়ে সেঞ্চুরি করলেন মোট পাঁচজন, ৯০-এর ঘরে আউট হলেন তিনজন। সর্বোচ্চ রান বেন স্টোকস (১৫০)-এর।