প্যারিস অলিম্পিক ২০২৪ খুব বেশি দূরে নয়, আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মেগা ইভেন্ট। কদিন আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে অলিম্পিয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মেগা ইভেন্টে আগের থেকেও ভাল ফল করার আশায় রয়েছে এবার ভারতীয় দল।এবারের প্যারিস অলিম্পিকে ভারতীয় দলে জ্যাভলিন থ্রোয়ে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া, ১৬ জনের পুরুষ হকি টিম, ২১ শ্যুটার সহ মোট ১২০ জন খেলোয়াড় রয়েছেন। অলিম্পিকের মত ইভেন্ট এ ভারতীয় দলের খেলোয়াড়রা যে কিট পরবেন তা কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছে। প্যারিস অলিম্পিকের জন্য সাদা এবং নীলের সংমিশ্রণে ভারতীয় জার্সি তৈরি করা হয়েছে, তবে তাতে নীল রঙ বেশি প্রাধান্য পেয়েছে।ভারতের প্যারিস অলিম্পিক ২০২৪ জার্সির হাতা সাদা রঙের হলেও সোনালি একটি আস্তরণ ও দেখা গেছে তাতে। জার্সির সামনের অংশে নীল রঙের একটি অনন্য প্যাটার্ন রয়েছে। অলিম্পিক লোগোটি জার্সির বাম পাশে রয়েছে।
#TeamIndia's🇮🇳 kit for the #Paris2024 Olympic Games!#Cheer4Bharat #ParisOlympics #Olympics2024 pic.twitter.com/Hah6K8UDk6
— Doordarshan Sports (@ddsportschannel) July 9, 2024
উল্লেখ্য যে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের প্রধান স্পনসর আদানি গ্রুপ. গত ৮ জুলাই আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্যারিস ২০২৪ অলিম্পিকে ভারতীয় দলের জন্য প্রধান স্পনসর হিসাবে আদানি গ্রুপের নাম ঘোষণা করেন। একটি টুইট বার্তায় সকল খেলোয়াড়দের শুভেচ্ছাও জানান তিনি। দেখুন সেই ভিডিও বার্তা-
As we get ready for the 2024 Paris Olympics, I wish the very best to the exceptional athletes who will represent our nation on the world’s grandest sporting stage. Their relentless riyaaz and unwavering dedication truly embody the new indomitable spirit of India. I am confident… pic.twitter.com/Oi7GsSj8Zb
— Gautam Adani (@gautam_adani) July 8, 2024
ন🚨 Adani Group is the principal sponsor of India's team for the 2024 Olympics in Paris, France. pic.twitter.com/1HYa4FyGJa
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 9, 2024