India ODI Squad against South Africa: শুভমন গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে যান গিল। গুয়াহাটি টেস্টের পর ওয়ানডে সিরিজেও খেলছেন না গিল। আগামী রবিবার থেকে রাঁচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রাহুলের স্কোয়াডে উইকেটকিপার-ব্যাটার হিসাবে স্কোয়াডে থাকলেন ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। টি-২০-তে দুরন্ত খেলা তিলক ভর্মাকে সুযোগ দেওয়া হল। অজি সফরে বাদ পড়া অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ৫০ ওভারের ফর্ম্যাটে স্কোয়াডে ফেরানো হল।তবে আরও একবার ব্রাত্য থেকে গেলেন সঞ্জু স্যামসন।
বাদ অক্ষর প্যাটেল, নেই বুমরা-শ্রেয়স-হার্দিক, স্কোয়াডে তিলক, ঋতুরাজ
আগামী রবিরার থেকে শুরু হতে চলা এই ওয়ানডে সিরিজে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরাও। গিলের পরিবর্তে স্কোয়াডে রাখা হয়েছে ওপেনার হিসাবে জায়গা দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়েড়-কে। বাদ পড়লেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়া সফরে গুরুতর চোট পাওয়ায় খেলতে পারছেন না শ্রেয়স আইয়ার। পাশাপাশি আফ্রিকানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া-কে পাচ্ছে না টিম ইন্ডিয়া। বুমরা ও সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপের সময় পাওয়া হার্দিকের চোট এখনও সারেনি। মহম্মদ সামিকে ফেরানো হল না।
তিন পেসার- আর্শদীপ, হর্ষিত, প্রসিধ। তিন স্পিনার-কুলদীপ, জাদেজা, সুন্দর। পেসার-অলরাউন্ডার- নীতীশ রেড্ডি
স্পেশালিস্ট পেসার হিসাবে রাখা হয়েছে প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও হর্ষিত রানাকে। পেসার-অলরাউন্ডার হিসাবে স্কোয়াডে আছেন নীতীশ কুমার রেড্ডি। দুই স্পিনার অলরাউন্ডার হিসাবে আছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। এক স্পেশালিস্ট হিসাবে স্কোয়াডে রাখা হয়েছে কুলদীপ যাদবকে। মিডল অর্ডারে তিলক ভর্মা থাকছেন। ওপেনার হিসাবে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়েড় থাকছেন। বিরাট কোহলিকে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে। চার নম্বরে অধিনায়ক কেএল রাহুলকে দেখা যেতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়া ১-২ ওয়ানডে সিরিজে হেরেছিল টিম ইন্ডিয়া।
ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), তিলক ভর্মা, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়েড়, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।
ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে: ৩০ নভেম্বর, রাঁচি
দ্বিতীয় ওয়ানডে:৩ ডিসেম্বর, রাইপুর
তৃতীয় ওয়ানডে: ৬ ডিসেম্বর, বিশাখাপত্তনাম
(তিনটি ম্যাচই ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু)
কোথায় দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি খেলা দেখা যাবে। অনলাইনে জিও+হটস্টার ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে দেখা যাবে খেলা।