India reign supreme at the Hero Asia Cup Rajgir, Bihar 2025. (Photo Credits: X)

India Asia Cup Hockey Champion: দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বিহারের রাজগিরে আয়োজিত পুরুষদের এশিয়া কাপ হকি (Asia Cup Hockey 2025)-তে চ্যাম্পিয়ন হল ভারত। এদিন ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়ানদের নিয়ে ছেলেখেলা করে জিতল ভারতীয় পুরুষ হকি দল।  এবার নিয়ে মোট চারবার এশিয়া কাপ হকিতে খেতাব জিতল ভারতীয় পুরুষ হকি দল। আট বছর পর বিহারের রাজগিরে এশিয়া সেরা হয়ে উচ্ছ্বাস মাতলেন হরমনপ্রীত সিংরা। ম্যাচের প্রথম মিনিটেই দুরন্ত গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুখজিত সিং। এরপর ভারতের একচেটিয়া দাপটের মাঝে বাকি গোলগুলি করেন দিলপ্রীত সিং (২টি), ও অমিত রোহিদাস। এশিয়ার একমাত্র দেশ হিসাবে ভারত গত দুটি অলিম্পিকে পুরুষদের হকিতে পদক জেতার নজির গড়ে। এশিয়া মহাদেশে পুরুষদের হকিতে ভারতের শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন নেই। কিন্তু এরপরেও এশিয়া কাপের খেতাবটা গতবার জেতা হয়নি ভারতের। এবার সেই খেদটা মিটিয়ে এশিয়া হকির ত্রিমুকুট জিতলে ভারতীয় পুরুষ হকি দল। পুরো টুর্নামেন্টে ৩৯টি গোল করে অপরাজিত চ্যাম্পিয়ন হল ভারত।

আগামী বছর হকি বিশ্বতাপে খেলার যোগ্যতা অর্জন করলেন হরমনপ্রীত-রা

এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার এশিয়া কাপ হকিতেও খেতাব জিতলেন হরমনপ্রীত সিং-রা। পুরো টুর্নামেন্ট একাধিপত্য দেখিয়ে সেমিফাইনালে চিনকে ৭-০, ফাইনালে কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলেন হরমনপ্রীত সিংরা। এশিয়া কাপে খেতাব জয়ের সুবাদে আগামী বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আয়োজিত হতে চলা হকি বিশ্বকাপের মূলপর্বে উঠে গেলেন হরমনপ্রীত-রা। আগামী বছর ১৪-৩০ অগাস্ট নেদারল্যান্ডসের আমস্টেলেভিন ও বেলজিয়ামের ওয়েভারে ১৬টি দেশকে নিয়ে আয়োজিত হবে পুরুষদের হকি বিশ্বকাপ। নেদারল্যান্ড ও বেলজিয়াম আয়োজক দেশ হিসাবে খেলার পাশাপাশি এখনও পর্যন্ত ভারত ছাড়াও ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করেছে জার্মানি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, স্পেন, নিউ জিল্যান্ড।

চারবার এশিয়া কাপ জয় ভারতীয় পুরুষ হকি দলের

এশিয়ান হকিতে ত্রিমুকুট

পুরুষদের এশিয়ান হকিতে সেরা যে তিনটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২২ হাংঝৌ এশিয়া গেমসে জাপানকে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এরপর গত বছর চিনের হুলুনবুইরে আয়োজিত পুরুষদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিনকে হারিয়ে সোনা জিতেছিল ভারত। আর এবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ উড়িয়ে দিয়ে দেশের মাটিতে হরমনপ্রীত সিংরা জিতলেন এশিয়া কাপ হকি।

আট বছর পর হকি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারতীয় পুরুষ দল। এর আগে ২০১৭ ঢাকায়, ২০০৭ চেন্নাইয়ে, ২০০৩ কুয়ালালামপুরে আয়োজিত এশিয়া কাপে খেতাব জিতেছিল ভারতীয় দল।