Indian team players in a huddle (Photo credit: Twitter)

দুবাই, ৩ সেপ্টেম্বর: এশিয়া কাপে  গত সপ্তাহের ফের রবিবার বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপের ম্যাচের পর এবার সুপার ফোর রাউন্ডে মুখোমুখি রোহিত শর্মা বনাম বাবর আজম ব্রিগেড। গত রবিবার, হার্দিক পান্ডিয়ার অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারায় টিম ইন্ডিয়া। এবার সুপার ফোরে কী ফল হয় সেটাই দেখার।

ফেভারিট তকমা নিয়েই আগামিকাল, রবিবার নামছেন রোহিত শর্মা-রা। তবে টি টোয়েন্টির মত ছোট ফর্ম্যাটে ফেভারিট বলে কিছু হয় কি না তা নিয়ে প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা বলছেন, দুবাইয়ে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচটা রোহিতদের ব্যাটিং বনাম বাবরদের বোলিং ইউনিটের মধ্যে হতে চলেছে। ভারত তাকিয়ে থাকবে রোহিত, বিরাটের পাশাপাশি হংকং ম্যাচের হিরো সূর্যকুমার যাদব ও পাক ম্যাচের হিরো হার্দিকের ওপর। আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবোয়ের ইতিহাস, এই প্রথম ক্যাঙারুর দেশে জয় রাজাদের

তবে টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য হল শুরুটা ভাল করে, টপ অর্ডারের জ্বলে ওঠা। চোট সারিয়ে ফিরে লোকেশ রাহুল রান পাচ্ছেন না। রাহুলের রানে ফেরাটা খুব দরকার। বোলিংয়ে আবার আর্শদীপ, আবেশের ফর্মে ফেরা দরকার। চোট পেয়ে রবীন্দ্র জাদেজার ছিটকে যাওয়াটা বড় ক্ষতি। জাদেজার জায়গায় খেলতে পারেন অক্ষর প্যাটেল। পাকিস্তান আবার চাইছে অধিনায়ক বাবর আজমের রানের মধ্যে ফেরা আসুন। এশিয়া কাপ শুরুর আগে অনবদ্য ফর্মে ছিলেন বাবর। কিন্তু গ্রুপের দুটো ম্যাচেই ব্যর্থ হন পাক অধিনায়ক।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, আর্শদীপ সিং।।