Kalyan Chaubey Elected New AIFF President

নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার দৌড়ে ছিল ভারত। কিন্তু আচমকাই ২৭-এর এশিয়ান কাপ ফুটবলের আয়োজন থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত। এশিয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের ১৯তম সংস্করণের আয়োজনের জন্য সৌদি আরবের সঙ্গে ভারতের দরপত্র জমা দিয়েছিল। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়ে দিল, তারা ২০২৭ এশিয়ান কাপ আয়োজনের লড়াই থেকে সরে দাঁড়াল। এশিয়ান কাপের মত বড় টুর্নামেন্ট আয়োজনের থেকে এআইএফএফ-এর এখন ফোকাস হল দেশের ফুটবল পরিকাঠামোর ভিত তৈরি করা। এশিয়ান কাপ ফুটবলের মত হাইপ্রোফাইল টুর্নামেন্টে আয়োজক হতে বিপুল পরিমাণ অর্থের খরচ করতে হয়। ২০১৭ ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন করে বাহবা পেলে, আর আয়োজক হয়ে অর্থ খরচের চেয়ে, সেই অর্থ ফুটবল তুলে আনায় খরচ করতে চায় এআইএফএফ।

চলতি বছর মহিলাদের ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত। তবে এখন আর বড় টুর্নামেন্টে আয়োজন নয়, বরং দেশের সব জায়গায় ফুটবলের প্রসার, ও প্রতিভা আনাই লক্ষ্য AIFF-র। এমনটাই জানিয়েছেন AIFF-সভাপতি কল্য়াণ চৌবে। আরও পড়ুন-ষোলোর লড়াইয়ে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া, দুশ্চিন্তার মেঘ সরিয়ে অনুশীলনে হাজির নেইমার

দেখুন টুইট

ভারত সরে দাঁড়ানোয় ২০২৭ এএফসি এশিয়ান কাপ ফুটবলের আয়োজক হতে চলেছে সৌদি আরব। এই প্রথম এশিয়ান কাপ ফুটলের আসর বসবে সৌদিতে। যে সৌদি চলতি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল। আগামী বছর এএফসি এশিয়ান কাপ আয়োজিত হবে কাতারে। করোনার কারণে ২০২৩ এশিয়ান কাপ ফুটবলের আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়ায় চিন। এরপর কাতারকে আয়োজনের দায়িত্ব দেওা হয়।