Ravindra Jadeja. ( Photo Credits: Twitter)

মোহালি , ৬ মার্চ: ব্যাট হাতে দুরন্ত অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পর এবার বল হাতে পাঁচ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। জাদেজার ঘূর্ণিতে বেসামাল হয়ে মোহালি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ১৭৪ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। গতকাল, ম্যাচের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১০৮ রান। শ্রীলঙ্কার শেষ চারজন ব্যাটার শূন্য রানে আউট হয়ে যান। জাদেজার একার রানই ছাপিয়ে যেতে পারল না শ্রীলঙ্কা।

আজ একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১৬১। সেখান থেকে শ্রীলঙ্কার বাকি ৬টা উইকেটের পতন হয় মাত্র ১৩ রানে। ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন জাদেজা। অশ্বিন , বুমরা দুটি করে উইকেট নেন, শামি নেন একটি উইকেট। আরও পড়ুন: মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আপডেট

দেখুন টুইট

প্রথম ইনিংসে ঠিক ৪০০ রানে এগিয়ে থেকে শ্রীলঙ্কাকে ফলো অন করাল ভারত। বিরাট কোহলির শততম টেস্ট একেবারেই একপেশে হচ্ছে। ফলো অন খেয়ে ব্যাট করতে নেমে অশ্বিনের বলে শূন্য রানে আউট হয়ে যান লঙ্কান ওপেনার লাহিরু থিরিমানে। শ্রীলঙ্কার অনভিজ্ঞ ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করছেন তাতে আজই খেলা শেষ হয়ে গেলে অবাক হওয়ার থাকবে না।