ডেভিস কাপ (Davis Cup 2025) টাইয়ে টোগা (Togo)-কে উড়িয়ে দিল ভারত (India Tennis Team)। আফ্রিকার দেশকে একপেশে খেলে ৪-০ হারিয়ে ডেভিস কাপ বিশ্ব গ্রুপ ১ উঠল ভারত। গত বছর সুইডেনের কাছে ০-৪ হেরে প্লে অফ রাউন্ডে অবমনন হয়েছিল ভারতের। লিয়েন্ডার পেজ অনেক দিন হল অবসর নিয়েছেন, রোহন বোপান্নাও গত বছর দেশের জার্সিতে অবসর নেন। চোট পাওয়ায় খেলতে পারছেন না ভারতের সেরা দুই তারকা সুমিত নাগাল ও ইউকি ভামরি। কিন্তু এরপরেও এন শ্রীরাম বালাজি, ঋত্বিক বোল্লিপাল্লি-দের জিততে কোনও অসুবিধা হল না। গতকাল দুটি সিঙ্গলসে জিতে ২-০ এগিয়ে থাকার পর এদিন টোগোর বিরুদ্ধে ডবলস টাইটে বালাজি-বোল্লিপাল্লি জুটি জিতলেন ৬-৩, ৬-১। টাই জেতা নিশ্চিতের পর চতুর্থ ম্যাচে ফিরতি সিঙ্গলসে সহজেই জিতে ভারতের হয়ে ফল ৪-০ করেন করণ সিং। টাইয়ের শেষ ম্যাচে আর খেলেনি দুই দুই দেশ।
একপেশে জয়
গতকাল, টাইয়ের প্রথম সিঙ্গলসে শশীকুমার মুকুন্দ ৬-২, ৬-১ হারান টোগোপ লিওভা আভাজনকে। এরপর দ্বিতীয় সিঙ্গলসে ৬-০, ৬-২ জেতেন রামকুমার রামনাথন। পুরো টাইয়ে চার ম্যাচ মিলিয়ে টোগোর খেলোয়াড়রা শুধু সব কটা সেটেই হারেননি, সঙ্গে মাত্র জিতেছেন ১৩টি গেম।
টোগেকে হারিয়ে টাইয়ে জেতার পর ভারতীয় খেলোয়াড়রা
Davis Cup: India has advanced into World Cup Group 1 after taking an unassailable 3-0 lead over Togo.
N Sriram Balaji & Rithvik Choudary Bollipalli won Doubles rubber 6-2 6-1.
— India_AllSports (@India_AllSports) February 2, 2025
তারকা খেলোয়াড়দের ছাড়াই এল জয়
দেশের সেরা সিঙ্গলস খেলোয়াড়কে ছাড়াই একেবারেই একপেশে জয় পেল ভারত। এবার সেপ্টেম্বরে ওয়ার্ল্ড গ্রুপ ১-র ম্যাচে নামবে ভারত। গত বছর পাকিস্তানকে প্লে অফে ৪-০ উড়িয়ে গ্রুপ ১ ওঠার পর সুইডেনের কাছে পরাস্ত হয়েছিল ভারত।