জীবনের শেষ ডেভিড কাপ ম্যাচে অনায়াসে জয় পেলেন ভারতের তারকা টেনিস খেলোয়াড় রোহন বোপান্না (Rohan Bopanna )। রবিবার লখনৌয়ে মরক্কোর বিরুদ্ধে ডবলসে ৪৩ বছর বয়সী বোপান্না-ইউকি ভামরির সঙ্গে জুটি বেঁধে ৬-২, ৬-১ হারালেন মরক্কোর বেনচিরতি-লারোউসি জুটিকে। ২০০৩ সালে ২৩ বছর বয়েসে প্রথমবার দেশের হয়ে ডেভিস কাপে খেলেন বোপান্না।
ক দিন আগে দুনিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ৪৩ বছর বয়েসে গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলার নজির গড়েন বোপান্না। গতকাল মরোক্কোর বিরুদ্ধে টাইয়ে ম্যাচের মাঝখানে চোট পেয়ে খেলা থেকে সরে দাঁড়ান ভারতের শশীকুমার মুকুন্দ। ফলে ভারত ০-১ পিছিয়ে পড়েছিল। টাইয়ের দ্বিতীয় সিঙ্গলসে আদাম মোনদিরকে ৬-৩, ৬-৩ হারিয়ে ভারতকে সমতায় ফেরান সুমিত নাগাল। এরপর এদিন, বোপান্না-ভামরিরা ভারতকে ২-১ এগিয়ে দিলেন।
দেখুন ছবিতে
Just in: Davis Cup:
India go 2-1 up in World Group II tie against Morocco as Rohan Bopanna & Yuki Bhambri easily win Doubles match Vs Benchetrit\Laaroussi 6-2, 6-1.
🎾 It was Bopanna's final Davis Cup match.
🎾 India now just one win away from winning the tie. #DavisCup pic.twitter.com/vQWYAXUwGz
— India_AllSports (@India_AllSports) September 17, 2023
মরক্কোর বিরুদ্ধে এই টাইয়ে জিতলে নক আউট রাউন্ডে উঠবে ভারত। তারপর সুযোগ থাকবে ওয়ার্ল্ড গ্রুপে ওঠার। রোহন-ইউকিদের ডবলসে জয়ের সুবাদে মরক্কোর বিরুদ্ধে ২-১ এগিয়ে গেল ভারত। ফিরতি সিঙ্গলসের দুটির মধ্যে একটিতে জিতলেও টাইয়ে জিতে যাবে ভারত।