Grandmaster Harikrishnan A Ra. (Photo Credits:X)

Harikrishnan A Ra: দাবায় ভারতের নতুন প্রাপ্তি। ৬৪ খোপের খেলায় দেশে আরও একজন গ্র্যান্ডমাস্টারের জন্ম হল। দেশের ৮৭তম গ্র্যান্ডমাস্টারের তকমা পেলেন চেন্নাইয়ের ২৪ বছরের দাবাড়ু হরিকৃষ্ণ এ রা (Harikrishnan A Ra)। ফ্রান্সের লা প্লাগনে আন্তর্জাতিক দাবা উতসবে তৃতীয় ডিএম নর্ম সংগ্রহ করে গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন হরিকৃষ্ণনন। ফিডে রেটিংয়ে হরিকৃষ্ণননের পয়েন্ট এখন ২৬০০। যেখানে আন্তর্জাতিক দাবায় গ্র্যান্ডমাস্টার হতে হলে নুন্যতম আড়াই হাজার রেটিং পয়েন্ট থাকতে হয়। সঙ্গে প্রয়োজন হয় তিনটি জিএম নর্মের। যেটি মেলে প্রথম স্তরের আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ভাল মানের (গ্র্যান্ডমাস্টার বা সমতূল্য) দাবাড়ুদের হারালেই। চলতি বছর দুবাই থেকে ক্রোয়েশিয়া, রাশিয়া, স্পেন, ও ফ্রান্সে প্রথম সারির আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করে যে কোনও দাবাড়ুর স্বপ্নের উপাধি 'GM'অর্জন করলেন। মাত্র সাত বছর বয়েসে ফিডে রেটিং পেয়ে নজির গড়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে আন্তর্জাতিক মাস্টারের স্বীকৃতিও পান হরিকৃষ্ণনন। ২০২৩ সালে সুইজরাল্যান্ডের এক দাবা টুর্নামেন্টে প্রথম জিএম নর্মটা পেয়েছিলেন। আন্তর্জাতিক মাস্টারের ৭ বছরের দীর্ঘ পরিশ্রমের পর এবার তিনি হলেন গ্র্যান্ডমাস্টার।

কীভাবে মেলে দাবার গ্র্যান্ডমাস্টার তকমা

গ্র্যান্ডমাস্টার হতে হলে লাগে ৩টি জিএম নর্ম ও অন্তত ২৫০০ ফিডে রেটিং এলো পয়েন্ট।  জিএম নর্ম (Norm) হলো এমন একটি পারফরম্যান্স যা আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE)-এর নির্ধারিত মানদণ্ড পূরণ করে। সাধারণত এটি কোনো স্বীকৃত আন্তর্জাতিক টুর্নামেন্টে নির্দিষ্ট সংখ্যক রাউন্ড খেলে, নির্দিষ্ট মানের প্রতিপক্ষের বিরুদ্ধে নির্দিষ্ট রেটিং পারফরম্যান্স করার মাধ্যমে অর্জিত হয়। কমপক্ষে ৯ রাউন্ডের ম্যাচ খেলতে হয় প্রতি নর্মে। প্রতিপক্ষদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক হতে হবে আন্তর্জাতিক প্লেয়ার, বিশেষত GM বা IM।

দেশের নয়া দাবা গ্র্যান্ডমাস্টার

ভারতের ৮৭ জন গ্র্যান্ডমাস্টারের মধ্যে ৩২ জনই তামিলনাড়ুর, বাংলার ১১ জন

প্রসঙ্গত, দাবায় ভারতের ৮৭ জন গ্র্যান্ডমাস্টার মধ্যে ৩২ জন তামিলনাড়ুর, মহারাষ্ট্রের ১২ ও পশ্চিমবঙ্গের ১১ জন। গত কয়েক বছরে দেশের বেশিরভাগ দাবার গ্র্যান্ডমাস্টার আসছেন তামিলনাড়ু থেকে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টারদের মধ্যে ৪৮ জনই দক্ষিণ ভারতের। দাবায় প্রযুক্তি, কম্পিউটার যত বেশি উন্নতি হচ্ছে, ততই তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের দাবাড়ুরা দাপট দেখাচ্ছেন। বিশ্বস্তরে ভারতীয় দাবাডু়রা এখন একেবারে প্রথম সারিতে চলে এসেছেন। দাবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ থেকে আর প্রজ্ঞানন্দরা এখন একেবারে প্রথম সারিতে চলে আসছেন। ৬৪ খোপের এই খেলার বিশ্বের সবচেয়ে মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যান্ডমাস্টারের তালিকায় ভারত আছে পাঁচ নম্বরে। ভারতের (৮৭ জন) আগে আছে রাশিয়া (২৫৬ জন), আমেরিকা (১০১), জার্মানি (৯৬), ইউক্রেন (৯৩)।

মার্কিন বিশ্ববিদ্য়ালয় থেকে এমবিএ পড়ছেন দেশের নয়া গ্র্যান্ডমাস্টার হরিকৃষ্ণনন

মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পড়া হরিকৃষ্ণনন গ্র্যান্ডমাস্টার তকমা পাওয়ার পর এবার বিশ্ব দাবায় আরও বড় কিছু অর্জন করতে যান। মাস দুয়েক আগেই দেশের ৮৬তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন চেন্নাইয়ের ১৯ বছরের দাবাড়ু শ্রীহরি এল আর। হরিকৃষ্ণনন ও শ্রীহরি দুজনেই শ্যাম সুন্দর মোহনরাজের কাছে প্রশিক্ষণ নিয়ে গ্র্যান্ডমাস্টার হলেন। তিনিও একজন গ্র্যান্ডমাস্টার ছিলেন।