India beast Sri Lanka in Super Over. (Photo Credits:X)

India vs Sri Lanka Asia Cup 2025: রবিবার এশিয়া কাপে মেগা ফাইনালের আগে সুপার ফোরের শেষ ম্যাচে নাটকীয় জয় পেল টিম ইন্ডিয়া (Team India)। ভারত প্রথমে ব্যাট করে ২০২ রান করলেও, শেষ পর্যন্ত ম্যাচ টাই হওয়ায় সুপার ওভারে (Super Over) ফয়সালা হয়। সুপার ওভারে জয়ের জন্য ৩ রান তাড়া করতে নেমে প্রথম বলেই দলকে জেতান সূর্যকুমার যাদব। লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা (Pathum Nissakna) ৫৮ বলে ১০৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন। সুপার ওভারে মাত্র ২ রান দিয়ে, দুই উইকেট তুলে নিয়ে দারুণ বল করেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। আগেই ফাইনাল উঠে যাওয়ায় গতকাল, দুবাইয়ের শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্য়াচটা একেবারেই নিয়মরক্ষার ছিল। সেই ম্যাচে সূর্যকুমার যাদবদের ভুলত্রুটিটা তুলে ধরলেন শ্রীলঙ্কানরা। দুটি দলই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে। এরপর ম্যাচ সুপার ওভারে গড়ালে জয়ের জন্য প্রয়োজনীয় ৩ রান প্রথম বলেই তুলে নিয়ে ভারতকে জেতান সূর্যকুমার যাদব।

অবিশ্বাস্য ইনিংস খেললেন নিসাঙ্কা (৫৮ বলে ১০৭ রান)

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত করেছিল ৫ উইকেটে ২০২ রান। ৩১ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা। ভাল খেলেন তিলক ভর্মা (৩৪ বলে ৪৯ অপরাজিত) ও সঞ্জু স্যামসন (২৩ বলে ৩৯)। পাহাড় প্রমাণ চাপের সামনে ব্যাট করতে নেমে ৫৮ বলে ১০৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিলেন লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা (Pathum Nissakna)।

সুপার ওভারে জিতল ভারত

শেষ ওভারে শ্রীলঙ্কাকে করতে হত ১২ রান, হাতে ছিল ৬টি উইকেট

ম্যাচের শেষ ওভারে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হত ১২ রান,হাতে ছিল ৬ উইকেট, ১০৭ রানে ব্যাট করা নিসাঙ্কা ক্রিজে ছিলেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই নিসাঙ্কাকে ফিরিয়ে দলকে দারুণ জায়গায় নিয়ে যান হর্ষিত রানা। কিন্তু এরপর জানিথ লিয়াঙ্গে আর দাসুন শনকা ভাল ব্যাট করেন। শেষ দু বলে জিততে হলে ৭ রান করতে হবে, এমন অবস্থায় ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান শনকা। সেখানে শনকা দুটি রান নেন। ফলে ম্যাচ টাই হয়ে যায়। এরপর ম্য়াচের জয়-পরাজয় নির্ধারণের জন্য সুপার ওভারে খেলা গড়ায়। নাটকীয় সুপার ওভারে দারুণ বল করেন আর্শদীপ সিং।

সুপার ওভারে ভারতের জয়ে নায়ক আর্শদীপ সিং

যার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলার সম্ভাবনা কম। সুপার ওভারে আর্শদীপ মাত্র দুটি রান দেয়, নেন দুটি উইকেট। সুপার ওভারে জিততে হলে তিন রান করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব ও শুবমন গিল। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলে এক্সট্রা ওভারে খেলে তিন রান নিয়ে দলকে জেতান অধিনায়ক সূর্যকুমার। সব কটি ম্যাচ জিতেই রবিবার দুবাইয়ে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। হারলেও দুরন্ত সেঞ্চুরি করে ম্য়াচের সেরা হন নিসাঙ্কা। তবে তিনি সুপার ওভারে ব্যাট করতে নামেননি।