হাংঝৌ (চিন), ১ অক্টোবর: পুরুষদের পর এবার মহিলাদের হকিতে সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত করল ভারত। রবিবার মহিলাদের হকিতে গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ১-১ গোলে ড্র করল ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করেছিল ভারত। এরপর দারুণ লড়াই করে ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করেন নভনিত কৌর। মহিলাদের বিশ্ব হকিতে ভারত ৬ নম্বরে, দক্ষিণ কোরিয়া ১২তম স্থানে আছে।
পাঁচ দলের গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গোলপার্থক্যে ভারতের মেয়েরা শীর্ষে থাকল। সমসংখ্যাক ম্যাচ ও পয়েন্ট পেয়ে দক্ষিণ কোরিয়া লিগ তালিকায় দুই নম্বরে। মঙ্গলবার শেষ ম্যাচে ভারতের মহিলাদের প্রতিপক্ষ গ্রুপের সবচেয়ে দুর্বল দল হংকং। যে হংকং তিনটি ম্যাচে তিনটেতেই হেরে ১৬টি খেয়েছে। গ্রুপ থেকে দুটি করে দল শেষ চারে উঠবে, তাই ভারতের সেমিতে ওঠা নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা নয়। গ্রুপের প্রথম দুটি ম্যাচে ভারতের মেয়েরা সিঙ্গাপুরকে ১৩-০, মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল। মঙ্গলবার শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত, ২০১৮ এশিয়ান গেমসে রুপো জিতেছিল ভারতীয় মহিলা হকি দল।
দেখুন এক্স
HOCKEY
India manage a 1-1 draw with South Korea in Women's Group Stage. 🇮🇳💙#AsianGames2022 #AsianGames #Hockey #SKIndianSports pic.twitter.com/Oo5zQSb5YC
— Sportskeeda (@Sportskeeda) October 1, 2023
এদিকে, পাকিস্তানকে ১০-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে ভারতীয় পুরুষ হকি দল সোমবার নামছে বাংলাদেশের বিরুদ্ধে। ফাইনালে ওঠার ম্যাচে বুধবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া বা মালয়েশিয়া।