IND vs WI 1st Test: আড়াই দিনের মধ্যে একেবারে হাস্যকরভাবে শেষ হল আমেদাবাদ টেস্ট (Ahmedabad Test)। একেবারে একপেশে টেস্টে দুর্বলতম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের এক ইনিংস ১৪০ রানের জয়টাকে শুধুই একটু গা ঘামানো জয় বলা চলে। কার্যত ডেভিড বনাম গোলিয়াথের মধ্য়ে হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শুভমন গিল অধিনায়ক হিসাবে দেশের মাটিতে প্রথমবার জয় পেলেন। আড়াই দিনেই শেষ হয়ে গেল টেস্ট। আমেদাবাদে তিন তিনজন ভারতীয় সেঞ্চুরি হাঁকালেন, মহম্মদ সিরাজরা দুরন্ত বল করলেন, কিন্তু বিপক্ষ এত খারাপ খেলল, এবং এত দুর্বল দল যে এই জয়টার দাম তেমন থাকল না। স্মরণাতীত কালের মধ্যে এত দুর্বল দল ভারতে সফর করেনি। প্রথম ইনিংসে ৪২.১ ওভার আর দ্বিতীয় ইনিংসে ৪৫.১ ওভারে শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। আগামী ১০ অক্টোবর থেকে দিল্লিতে হতে চলেছে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।
সারা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কেউ ৪০ রান পর্যন্ত করতে পারলেন না
প্রথম ইনিংসে রোস্টন চেজরা অল আউট হন ১৬২ রান, আর দ্বিতীয়টাতে ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে যায় ১৪৬ রানে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রানে ডিক্লেয়ার করে অনায়াসে জিতে গেল। ক দিন আগে নেপালের কাছে টি-২০ সিরিজে হারের পর এবার ভারতের কাছে যেভাবে হারল ক্যারিবিয়ানরা, তাতে তাদের ভবিষ্যতের কথা ভাবলেও খারাপ লাগেয খেলতে নেমে ভারতের তৃতীয় সারির দলও এই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ক্ষমতা রাখে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই পুরো গোল্লা চেজরা।
দেখুন স্কোরবোর্ড
India register a massive win against the Windies in the first Test at Ahmedabad 👌#INDvWI | #WTC27📝: https://t.co/0CCdk4QFPN pic.twitter.com/UuMjIzgTEW
— ICC (@ICC) October 4, 2025
দ্বিতীয় ইনিংসে জাদেজা ৪টি, সিরাজ ৩টি, কুলদীপ ২টি উইকেট নিলেন
এদিন খেলার শুরুতেই প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ঘোষণা করেন অধিনায়ক শুভমন গিল। এরপর প্রত্যাশামতই ক্যারিবিয়ান ইনিংসে ধস নামান ভারতীয়রা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা ৫৪ রান দিয়ে ৪টি আর মহম্মদ সিরাজ ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। কুলদীপ যাদব ২টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের কেউ হাফ সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ স্কোর আলিক আথানজে ৩৮ (দ্বিতীয় ইনিংসে)। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন জাস্টিন গ্রেভেস। দুই ইনিংস মিলিয়ে সিরাজ মোট ৭টি উইকেট নিলেন। দুরন্ত সেঞ্চুরি করার পাশাপাশি ৪টি উইকেটও নিলেন জাদেজা। দুরন্ত সেঞ্চুরি করলেন কেএল রাহুল ও ধ্রুব জুরেল।
ওয়েস্ট ইন্ডিজের ২০টি উইকেট পড়ল ৯০ ওভারের মধ্যে, সেখানে ভারত ১২৮ ওভার খেলার পরেও মাত্র ৫টি উইকেট পড়েছিল
ব্য়াটিং অনুশীলন না করে, দ্রুত জয়ের লক্ষ্যেই ঝাঁপালেন ভারত অধিনায়ক শুভমন গিল। আজ, শনিবার আমেদাবাদের টেস্টের তৃতীয় দিনে আর ব্যাট করল না ভারত। ৫ উইকেটে ৪৪৮ রানেই টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করেন গিল। মনে করা হচ্ছিল আরও একটাও বা দেড়টা সেশন ব্যাট করে ডিক্লেয়ার দেবে ভারত। কিন্তু প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের হাল দেখে আর জয়ের জন্য সময় খরচ করলেন না গিল-গম্ভীররা। প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড নিয়ে ডিক্লেয়ার করেন গিল। রবীন্দ্র জাদেজা ১০৪ রানে ও ওয়াশিংটন সুন্দর ৯ রানে অপরাজিত থাকলেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানে অল আউট হয়েছিল।