পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। মঙ্গলবার সুপার ফোরে বোলারাদের সৌজন্যে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে এবার নিয়ে মোট দশ বার টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ২১৩ রানে অল আউট হয়ে যায় ভারত। কিন্তু কুলদীপ যাদব, জশশ্রীত বুমরাদের দুরন্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৪১.৩ ওভারে ১৭২ রানে অল আউট করে ম্যাচ বের করে নেয় টিম ইন্ডিয়া। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৩ রানে ৪ উইকেট নিলেন কুলদীপ। দেশের বিশ্বকাপে নামার আগে অপ্রতিরোধ্য ফর্মে কুলদীপ। চোট সারিয়ে ফেরা জশপ্রীত বুমরাকেও দারুণ ছন্দে দেখাল। বুমরা ৩০ রান দিয়ে নিলেন ২টি উইকেট। জাদেজা ৩৩ রান দিয়ে নিলেন দুটি উইকেট।
সিরাজ ও হার্দিক একটি করে উইকেট নিলেন। শেষের দিকে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে দারুণ লড়লেন বল হাতে পাঁচ উইকেট নেওয়া দুনিথ ওয়েলেগে। দলের বাকিদের ব্যর্থতার মাঝে লড়লেন শুধু ধনঞ্জয় ডিসিলভা (৪২)। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ৯৯ রানে ৬ উইকেট হারানোর পর লড়েন ধনঞ্জয়- দুনিথ। টানা ১৩টা ওয়ানডে ম্যাচে জয়ের পর শ্রীলঙ্কার বিজয়রথ থামল।
দেখুন টুইট
HISTORY - Team India entered into the finals in Asia Cup for 10th times.
TEAM INDIA CREATED HISTORY...!!!!🇮🇳 pic.twitter.com/LmY6olCfw5
— CricketMAN2 (@ImTanujSingh) September 12, 2023
রবিবার ফাইনালে নামার আগে শুক্রবার সুপার ফোরে র শেষ ম্যাচে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ভারত যেমন সুপার ফোরে তাদের দুটো ম্যাচ জিতে ফাইনালে উঠে গিয়েছে, তেমন বাংলাদেশ তাদের প্রথম দুটো ম্য়াচে হেরে বিদায় নিয়েছে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান না শ্রীলঙ্কা কে হয় তা ঠিক হবে বৃহস্পতিবার বাবর আজম বনাম দাসুন শনকাদের মধ্যে ম্যাচে।
পাকিস্তানের বাঘা বাঘা বোলারদের পিটিয়ে ছাতু করে গতকাল টিম ইন্ডিয়া করেছিল ৩৫৬ রান। আর এদিন, হাসারাঙ্গা-হীন অনামী শ্রীলঙ্কান বোলারদের সামনে কলম্বোয় সুপার ফোরে তাদের দ্বিতীয় ম্যাচে মাত্র ২১৩ রানে অল আউট হয়ে গেল ভারত। শেষের দিকে অক্ষর প্যাটেল ২৬ রানের ইনিংস না খেললে এদিন টিম ইন্ডিয়ার ইনিংস দুশো টপকাতো না। ১৭২ রানে ৬ উইকেট হারিয়ে বড় বেকাদায় ছিল ভারত। গত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েলালাগে ৪০ রান দিয়ে ৫ উইকেটের অবিশ্বাস্য স্পেল করলেন। সঙ্গে দারুণ বল করলেন লঙ্কান অফ স্পিনার চারিথ আসালাঙ্কা। আসালাঙ্কা নিলেন চারটি উইকেট। বাকি উইকেটটি নেন অফ স্পিনার মাহগেশ থিকসানা।
ভারতের ইনিংসের দশটা উইকেটই নিলেন শ্রীলঙ্কার স্পিনাররা। এই প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের দশটা উইকেটই বিপক্ষের স্পিন বোলাররা নিলেন।
জীবনের ১৩তম ওয়ানডে-তে খেলতে নেমে ২০ বছরের দুনিথ আউট করলেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। তার মধ্যে রোহিত ও গিলকে বোল্ড করেন এই লঙ্কান স্পিনার। রোহিত শর্মা (৫৩) ও লোকেশ রাহুল (৩৯) ছাড়া টিম ইন্ডিয়ার পুরো ব্য়াটিং-লাইন আপ ফ্লপ করল। গতকাল, অবিশ্বাস্য সেঞ্চুরি করা কোহলি আউট হলেন মাত্র ৩ রানে। ইশান কিষাণ (৬১ বলে ৩৩) সেট হয়ে আউট হলেন। হার্দিক পান্ডিয়া (১৮ বলে ৫)ও রান পেলেন না।