Team India. (Photo Credits: Twitter/ICC)

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অনবদ্য পারফরম্যান্স কেকেআর-এর পেসার শিবম মাভির। মাভির দুরন্ত অভিষেক ভারতীয় ক্রিকেটে টি-২০তে হার্দিক পান্ডিয়া যুগের শুভ সূচনা। মঙ্গলবার ওয়াংখেড়েতে টানটান ম্যাচে শ্রীলঙ্কাকে দু রানে হারিয়ে টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত করেছিল ১৬২ রান। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দীপক হুডার ২৩ বলে ৪১ রানের ইনিংসটা বড় ফারাক গড়ে দিল। ২২ রানে ৪ উইকেট নিয়ে দারুণ অভিষেক হল মাভির। ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে একটা সময় বেশ চাপে ছিল ভারত।

সেখান থেকে দীপক হুডা-অক্ষর প্য়াটেল দারুণ পার্টনারশিপ গড়ে দলকে লড়ার মত জায়গায় নিয়ে যান। হুডা-প্যাটেল জুটি ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৬৮ রানের অবিচ্ছদ্য পার্টনারশিপ করেন। হুডার অনবদ্য ইনিংসের সঙ্গে ২০ বলে ৩১ রানের ভাল ইনিংস খেলেন অক্ষর। হুডা চারটি ওভার বাউন্ডারি ও অক্ষর ১টি বাউন্ডারি মারেন। শুভমন গিল (৭) থেকে সূর্যকুমার যাদব (৭), সঞ্জু স্যামসন (৫)-রা ব্যর্থ হন। শুরুটা ভাল করেও বজ় কিছু করতে পারেননি ইশান কিষাণ (২৯ লে ৩৭)। অধিনায়ক হার্দিক ২৭ বলে ২৯ করলেও তেমন সুবিধা করতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও তেমন কিছু করতে পারেনি। ৬৮ রানে ৫ উইকেট হারায় এশিয়া কাপ শ্রীলঙ্কা। কিন্তু অধিনায়ক দাশুন শনকা ৬ নম্বরে নেমে ২৭ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে লড়াকর মত জায়গায় নিয়ে যান। আরও পড়ুন-শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জাতীয় দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ, দেখে নেব পুরো একাদশ

দেখুন টুইট

শেষের দিকে হাসারাঙ্গা, করুণারত্নেরা খেলা জমিয়ে দিয়েছিলেন। শেষ বলে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হত ৪ রান। ভারত জিতে ২ রানে। মাভির পাশাপাশি ভাল করেন উমরন মালিক (২/২৭)। হর্ষল প্যাটেল দুটি উইকেট পেলেও একগাদা রান দিয়ে দেন। প্রথম ওভারে বল করা হার্দিক উইকেট না পেলেও তিন ওভারে দেন মাত্র ১২ রান।